৪ থেকে ৬ অক্টোবর বিশ্বের তিনটি শহরে একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মোজিলা সামিট ২০১৩’। এ সামিটে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন ১২ জন।
ওয়েব ব্রাউজার মোজিলা ফায়ারফক্স নির্মাতা অলাভজনক প্রতিষ্ঠান মোজিলা ফাউন্ডেশন তাদের বিশ্বব্যাপী স্বেচ্ছাসেবক ও কর্মীদের একত্র করে এ সামিটের আয়োজন করেছে। আগামী এক দশকের পরিকল্পনার ছক তৈরির লক্ষ্যে এই অনুষ্ঠান আয়োজন করছে প্রতিষ্ঠানটি। মোজিলার স্বেচ্ছাসেবক বা মোজিলিয়ানদের নিয়ে যুক্তরাষ্ট্র্রের সান্তা ক্লারা, বেলজিয়ামের ব্রাসেলস এবং কানাডার টরোন্টোতে একযোগে এ বছরের মোজিলা সামিট অনুষ্ঠিত হবে।
তিনটি আয়োজনস্থলে এক হাজার মোজিলিয়ান ও ৯০০ মজিলা কর্মী এই সামিটে অংশ নিচ্ছেন।
এবারের মোজিলা সামিটে অংশগ্রহণের জন্য মোজিলার বাংলাদেশি স্বেচ্ছাসেবকদের গ্রুপ ‘মোজিলা বাংলাদেশ’ থেকে ১২ জনের একটি দল যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছে। ২০০৯ থেকে মোজিলার বাংলাদেশি স্বেচ্ছাসেবকরা মোজিলার ওয়েব ব্রাউজার, ওয়েবমেকারসহ বিভিন্ন প্রকল্প বাংলা ভাষায় অনুবাদ করাসহ বিভিন্নভাবে অবদান রেখে আসছে। মোজিলা বাংলাদেশ কমিউনিটিতে সক্রিয় ও নতুন কিছু মোজিলিয়ানদের এবারের সামিটে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছিল মোজিলা।
মোজিলা কর্তৃপক্ষ জানিয়েছে, মোজিলিয়ানদের একত্র করে মোজিলার ভবিষ্যত্ লক্ষ্য অর্জনে কীভাবে এগোনো যায়, ওপেন ওয়েবের উন্নয়ন ও প্রসার এবং মোজিলার নতুন মোবাইল অপারেটিং সিস্টেম ফায়ারফক্স ওএস নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হবে।
এ ছাড়াও এ ব্রাউজারভিত্তিক গেম উন্নয়ন নিয়েও ঘোষণা আসতে পারে।
তিনদিনের এই বিশাল আয়োজনে রয়েছে মোজিলার বিভিন্ন প্রকল্প নিয়ে মোজিলা কর্মকর্তা বা অভিজ্ঞদের উদ্যোগে সাপোর্টিং সেশন, বিভিন্ন মোজিলিয়ানদের নিজস্ব উদ্যোগে আয়োজিত ওপেন সেশন, ইনোভেশন ফেয়ার এবং বিশ্বব্যাপী মোজিলিয়ান কমিউনিটির নিজস্ব কর্মকাণ্ড ও ঐতিহ্য তুলে ধরার জন্য বিশেষ ‘ওয়ার্ল্ড ফেয়ার’-এর ব্যবস্থা।
মোজিলা বাংলাদেশের কমিউনিটি লিড ও অঙ্কুর বাংলাদেশের সাধারণ সম্পাদক মাহে আলম খান জানিয়েছেন, ‘মোজিলার অভিজ্ঞ কর্মকর্তাদের কাছ থেকে মোজিলার আগামী দিনের পরিকল্পনা সম্পর্কে জানবেন মোজিলিয়ানরা। , সামিট থেকে প্রাপ্ত জ্ঞান বাংলাদেশ কমিউনিটিতে কাজে লাগানো হবে। ’
মোজিলা বর্তমানে তাদের নতুন এইচটিএমএল৫ ও জাভাস্ক্রিপ্ট নির্ভর মোবাইল অপারেটিং সিস্টেম ফায়ারফক্স ওএস নিয়ে কাজ করছে।
স্বল্পমূল্যে ও তুলনামূলক কম শক্তিশালী হার্ডওয়্যারে স্মার্টফোনের সব সুবিধা দেয়ার লক্ষ্যে এই অপারেটিং সিস্টেম ইতোমধ্যেই জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে। আগামী ১০ বছরে এই অপারেটিং সিস্টেমকে কোথায় নিয়ে যাওয়া যায় এ সংক্রান্ত পরিকল্পনা ও সিদ্ধান্তের মধ্য দিয়েই শেষ হবে এবারের মোজিলা সামিট।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।