আমাদের কথা খুঁজে নিন

   

রামপালের গান...

মুন রিভার ...
তখন ছিলো আকাশ গহীন মেঘ সবুজ পাতার দৃষ্টি অকস্মাৎ বৃষ্টি হবে, বিরহী সংবেদ বুক পাজঁরে অরণ্য নিষাদ! আরণ্যকের নাম জানে না কেউ নাম জেনে আর কি হবে সব শেষ হাওয়ায় উজান একলা একা দিন ভাটির টানে রাত্রি-বাংলাদেশ! বাংলাদেশের বন ছিলো সুন্দর পশুর নদীর দু'ধারে ম্যাংগ্রোভ দৃশ্যগুলো চোখে আরাম দেয় দৃশ্যগুলো বাড়ায় কাদের ক্ষোভ? প্রতিবেশী বেনিয়া, বিশ্ব সঙ্গে আছে দেশী মাগুর মাছ আধাঁর এবং আলোর রহস্য আড়ালে আবডালে উচ্ছ্বাস! তড়িৎ সম্ভাবনার কথা বলে সম্ভাবনা শেষ হয়ে যায়,দূর বন হরিণের করুন চোখের মনি যায় দেখে যায় বিরাণ হৃদয়পুর! হৃদয়পুরে বিষাদ সুরের কাব্য ভায়োলিনের সুরে জোনাক রাত পশু পাখীর কথাও আমি ভাববো অক্সিজেনের ক্ষয়িষ্নু আবাদ! অক্সিজেনের চাষ কমে যায়, যাক মেগাওয়াটের নীরব ধারাপাত ধারাপাতে আমরা নাগরিক কয়লা জাহাজ বাড়ছে দিক-বিদিগ! এসব আমি দেখছি হরদম লিখতে বসে দেখছি সকাল সাঁঝ সুন্দরবন- দামটা খুবই কম দামে বিকোয় সবুজ রঙের গাছ! গাছের ডালে রুপকথা নির্মম...
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.