আমাদের কথা খুঁজে নিন

   

চাইনা হতে সমাজবদ্ধ কেউ

জীবনটা এক আয়না- ভেঙ্গে গেলে জোড়া লাগে, তবু দাগ যায় না.. আমি সমাজবদ্ধ নারী হতে চাইনা হতে চাইনা সমাজবদ্ধ বউ এ সমাজ তো বোঝে না আমায় বোঝে না মন টা কেউ। আমি সমাজবদ্ধ মা হতে চাইনা হতে চাইনা সমাজবদ্ধ কন্যা এই অবুঝ সমাজটাই ভাসিয়েছে কষ্টের এত শত বন্যা । আমি চাইনা সমাজবদ্ধ ঘর ঘর বাঁধার নতুন নীতি গড় এই অবুঝ সমাজটাই দিচ্ছে করে আপনজনদের পর। কি এই সমাজ ?? সমাজবদ্ধ প্রথা ??? কেন চাস এই সমাজ।। শুনিস তার কথা???? এই সমাজ তো আসেনারে বাঁচাতে ধর্ষিতা তোর কন্যারে তবে কেন থাকিস পরে সেই সমাজের খাঁচায় পরে ?? সমাজ আর সমাজবদ্ধতা নিছে কেরে আজ মানবতা কারো কষ্টে আজ কেউ কাঁদে নারে পায়না মনে ব্যাথা !!!!!!!! চাইনা এমন সমাজ আমি সমাজ নামের আবরণে হছে বেইমানি । অবুঝ সমাজ তো আজ দেখেনারে শীতে কাঁতর সেই শিশুটিরে যেই শিশুটি ভিজা চোখে তাকিয়ে থাকে দু"হাত জোরে । সমাজ টা তো গরিবের নয় যেন, বড়লোকের পুঁজি আমাদের মত অসহায়রা তাই দিন-মজুরি খুঁজি ... এই সমাজের এক বেশ আয়োজনে যদিও তা নিষ্প্রয়োজনে এক পৃথিবীর আজ হাজার খণ্ড বলবি তবুও নয় সমাজ মন্দ চাইনা হতে সমাজবদ্ধ কেউ এই সমাজে আছে শুধু ধূসর কালো ঢেউ ।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.