আমাদের কথা খুঁজে নিন

   

লোকায়ত স্বপ্ন



লোকায়ত স্বপ্ন গইলের গরুটা বের কর__চাড়াত বান্দেক বাহে__দুমুঠো পল দে__ স্কুলত যাবার আগে কাটিস কিছু লকলকে ঘাস : না হোলে তো দুধ জমা হবার নয় ওলানোত__টাকা নেয়া লাগবে সুদে__ চাউল কেনার জন্যে__ নইলে রাইত্যে থাকতে হবে উপোস। কী করবু বা,__হামরা গরীবের পোলা , দুকখ হামার চিরদিনের__ কাজ করি ভাত খাইতে হবে__ ঘাস ছিলতে হবে__নেককাপড়াও করতে হবে ; কে সাথি হবে অমাদের__সঙ্গী হবে নিদানের ; কে দুসের চাল দেবে__ সুজি সেমাই দেবে__ ঈদের উৎসবে। তুই বা ভালো করি পড়েক তো__ গাইয়ের দুধ বেশী করি খা ; বেরেন তোর ভালো হউক__জজ বেরিস্টার হ বাহে, দুকখ ঘুচুক হামার দুধ আর মুই বেইচপের নোম__যদিও লাগে হামার উপোসে থাকা__ কুষকের চেংড়া তুই__মেধার বলে হতে পারবিনে ডাক্তার ? শুনিসোম__মার্কিন দেশের বাতামের দোকানি হইছে দেশের রাজা তুই যদি হইস__ডাক্তার ইনজিনিয়ার__হামাদের তখন কত কত মজা !! ০১.১০.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।