আমাদের কথা খুঁজে নিন

   

নাসার নতুন হাইব্রিড বিমান

সম্প্রতি প্রযুক্তি সংবাদবিষয়ক সাইট দি ভার্জ এক প্রতিবেদনে জানিয়েছে, নাসা অনেকদিন ধরেই বিমানের গতি আরও বাড়ানোর চেষ্টা করছিল। তার অংশ হিসেবেই এমনটি করা হয়েছে।
বিমানটিতে ফ্লুরোসেন্ট তেলের প্রলেপ দেওয়া হয়েছে। অন্ধকারে বিমানটির ফ্লুরোসেন্টের প্রলেপের কারণে একে নীল রংয়ের দেখায়।
ভার্জ আরও জানিয়েছে, ভবিষ্যতের বিমানেও ফ্লুরোসেন্ট তেলের প্রলেপ দেওয়া থাকতে পারে। নাসার এ মডেল বিমানটি যথেষ্ট দ্রুত উড়তে পারে, এমনটাই জানিয়েছেন এর গবেকষকরা।
নতুন অ্যারোনটিক ডিজাইনের জন্য নাসা বোয়িংয়ের মতো বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গেও চুক্তিবদ্ধ হয়েছে। মহাকাশ গবেষণা সংস্থাটি চাচ্ছে, কম খরচে আরও দ্রুতগতিতে ও আরামদায়কভাবে আকাশে ভ্রমণ করার মতো বাহন তৈরি করতে। এ জন্যই তারা এ সংক্রান্ত বিভিন্ন ধরনের ধারণা পরীক্ষা করে দেখছেন।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.