মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডে অবস্থিত মার্কিন মহাশূন্য গবেষণা সংস্থা বা নাসার গডার্ড স্পেস ফ্লাইট সেন্টারে খোঁজ মিলেছে, ফসিলে পরিণত হওয়া ১১ কোটি বছরের পুরনো ডাইনোসরের পদচিহ্ন। গডার্ড স্পেস ফ্লাইট সেন্টার ক্যাম্পাসে ডাইনোসরের পায়ের ওই ছাপটি আবিষ্কার করেন জীবাশ্মবিজ্ঞানী রে স্ট্যানফোর্ড। খবর লাইভসায়েন্স-এর।
গডার্ড স্পেস সেন্টারে আবিষ্কৃত ডাইনোসরের পায়ের ছাপটি ১১ কোটি বছর আগের নিরামিশাষী ডাইনোসর ‘নোডোসর’-এর বলে জানিয়েছেন স্ট্যানফোর্ড। স্ট্যানফোর্ডের দাবির সত্যতা নিশ্চিত করেছেন জন হপকিন্স ইউনিভার্সিটির ডাইনোসর এক্সপার্ট ডেভিড উইশ্যামপেল।
যেখানে বসে নাসার বিজ্ঞানীরা মহাবিশ্বের এ প্রান্ত থেকে ও প্রান্তে অভিযানে ছুঁটে বেড়াবার বুদ্ধি আঁটেন সেখানেই ক্রিটেসিয়াস সময়ে (৬.৫ কোটি বছর থেকে ১২.৫ কোটি বছর পর্যন্ত) রাজত্ব ছিলো নোডোসরের। একই জায়গায় ছোট আকৃতির আরো কয়েকটি ডাইনোসরের পায়ের ছাপ আবিষ্কার করেছেন স্ট্যানফোর্ড। ওই পায়ের ছাপগুলো মাংশাষী ডাইনোসর থেরোপডের হতে পারে বলেই ধারণা করছেন স্ট্যানফোর্ড।
ডাইনোসরের ফসিলের জন্য বিশেষ খ্যাতি রয়েছে ম্যারিল্যান্ডের। এমনকি ওয়াশিংটন ডিসি থেকে বাল্টিমোরের মাঝের জায়গাটুকু জীবাশ্মবিজ্ঞানীদের কাছে পরিচিত ‘ডাইনোসর অ্যালি’ নামে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।