একজন মো.সাদিকুল ইসলাম । সরকারি টিচার্স ট্রেনিং কলেজে অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী। পড়াশোনার করার ইচ্ছেটা প্রবল। আর তাই অনার্স পড়ার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়েরআধুনিক ভাষা ইনিস্টিউটে কোরিয়ান ভাষায় ডিপ্লোমা করছে সে। এর পাশাপাশি গণিত অলিম্পিয়াডের কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে অনেকদিন ধরেই।
কিছুদিন আগে তাঁর পায়ের হাটুতে জিসিটি (GCT) টিউমারজনিত দুরারোগ্য ব্যাধিটা ধরা পড়ে এবং বড় আকার ধারন করে।
ডাক্তারের পরামর্শে দ্রুত অস্ত্রোপ্রচার করা হয় এবং এর মধ্যে ৬ মাস ভাল থাকার পর সমস্যাটি আবারও দেখা দেয়। বিভিন্ন হাসপাতালের ডাক্তারের পরামর্শক্রমে সাদিককে উন্নত চিকিৎসার জন্য অপারেশন করতেই হবে জানানো হয়। প্রথমটি পায়ের হাড় পুন:স্থাপন করতে হবে এবং এই প্রতিস্থাপন দেশে সম্ভব নয়। এছাড়া সাদিককে পা কেটে ফেলতে হবে।
এ অবস্থায় সাদিক এখনো কোন চিকিৎসা বা ওষুধ গ্রহন করতে পারছে না। সাদিকের দেশের বাইরে অপারেশন করতে প্রয়োজন ১০ লাখ টাকা।
একজন সাদিকের কাছে যা অনেক বেশি। তবে আমাদের সম্মিলিত প্রচেষ্টার কাছে যা ক্ষুদ্র। তাই নিজের জন্য সাদিক সবার কাছে সাহায্য চায়।
সবার ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতায় সাদিকের চিকিৎসা সম্ভব। সাদিকের ব্যাংক অ্যাকাউন্ট:
Md. Sadekul Islam
AC: 107-101-329495
Dutch Bangla Bank Ltd.
এছাড়া যে কেউ যে কোন পরিমান বিকাশ করতে পারেন। বিকাশ নম্বর: 01770295168
আসুন সবাই মিলে এগিয়ে আসি। একজন সাদিকের জন্য.. ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।