সম্প্রতি প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার ফেইসবুক গ্রাফ সার্চের নতুন এ আপডেট আনার আনুষ্ঠানিক ঘোষণা দেয়।
এ আপডেটটির ফলে ব্যবহারকারীরা পুরনো পোস্ট বা কমেন্টও খুঁজে বের করতে পারবেন বলে জানিয়েছে ম্যাশএবল। উদাহরণ হিসেবে বলা যায়, একজন ফেইসবুক ব্যবহারকারী গ্রাফ সার্চে গিয়ে যদি একমাস আগে তার বন্ধু কি কমেন্ট করেছিল তা সার্চ করেন, তাহলে সঙ্গে সঙ্গে তা বের হয়ে আসবে।
ফেইসবুক এবং মাইক্রোব্লগিং সাইট টুইটারের ব্যবসায়িক প্রতিযোগিতা ক্রমশ বেড়েই চলেছে। ফেইসবুকের নতুন এ গ্রাফ সার্চ আপডেটটি এ প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করবে বলেই জানিয়েছে ম্যাশএবল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।