আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্নের গ্রাফ

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

স্বপ্নের গ্রাফ শাফিক অফতাব............. স্বপ্ন তোমাকে আমি হাওয়ায় উড়িয়ে দিলাম তোমাকে দেখলেই দুঃখ বাড়ে তুমি কাছে থাকলে বড় হতে চাও__আলীশান ফ্লাট বানাতে চাও সুন্দরী রমণী চাও__ ফুল শয্যা চাও__ আকাশের দিকে তাকাও। যে দিনকাল পড়েছে আজকাল উদরের ভাই বাঁদর হয়ে গেছে___ শিক্ষকরা প্রতারক হয়ে গেছে___ বাবার চোখ মেয়েকে ভাবায়__বন্ধুরা গুপ্তচর__স্ত্রীরা হচেছ চরমঘাতিনী কাকে বিশ্বাস করা যায় !__ বিশ্বাস বলে কিছু নই__স্বপ্নে বিশ্বাস থাকে বিশ্বাসে ঘুণেপোকা, ফলত স্বপ্নগুলোকেই আমি নির্বাসনে পাঠালাম হাওয়ার সাথে উড়িয়ে দিলাম__ইথারে ইথারে ।

উত্তরাধুনিক যুগে বিশ্বাস বলে কিছু নেই__সব বাস্তব অঙ্কের মতোন হিসেবে চুকে উত্তর মেলাতে হয়__স্বপ্নের গ্রাফে আমি অনুপুঙ্খ হিসেব চুকি তাই । .............. ১০.০৯.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.