আমাদের কথা খুঁজে নিন

   

এক্সেল ২০০৩ সেলে লেভেল গ্রাফ

হৃদয় ছবি

এক্সেলে ২০০৩ এর কোনো সেলে যদি লেভেল দেখাতে প্রয়োজন হয় তবে REPT ফাংশানের জুড়ি নেই, তবে এক্সেল ২০০৭ এ ফর্মেটিং ব্যাবহার করেও এই গ্রাফ দেখানো সম্ভব। নিচের লাইনে গ্রাফ তৈরির কমান্ড লিখে দিলাম। =REPT("|",C2/B2*100/10) বর্ণনা: REPT ফংশান দিয়ে একটি নির্দিষ্ট ক্যারেক্টার বা লেখা বার বার দেখানো (ডিসপ্লে করা) যায়। প্রথম প‌্যারামিটারটি হলো, আপনি যে ক্যারেক্টার বা লেখা বার বার প্রিন্ট করতে চাচ্ছেন সে টেক্সট। তবে এ লেখাকে ইনভার্টেড কমা এর ভিতরে রাখতে হবে।

আমি গ্রাফ তৈরি করতে "|" (পাইপ ক্যারেক্টার) ব্যাবহার করেছি, আপনি আপনার পছন্দমতো ক্যারেক্টার ব্যাবহার করতে পারেন। দ্বিতীয় প‌্যারামিটারটি হচ্ছে, আপনি যতবার ক্যারেক্টার বা লেখা ডিসপ্লে করতে চান সে সংখ্যা। আমি গ্রাফ তৈরি করতে C2/B2*100/10 ফর্মুলা ব্যাবহার করেছি যেখানে C2/B2*100 হলো শতকরার হিসাব যাকে আমি ১০ দিয়ে ভাগ করেছি যাতে ১০০% হলে ১০ টি ক্যারেক্টার ডিসপ্লে করে। রঙ্গিন গ্রাফ এভাবে তৈরি করা গ্রাফ টি বিভিন্ন রং এর হবে না। আমার ছবিতে দেখানো লেভেল গ্রাফ এর মতো রঙ্গিন করতে চাইলে কন্ডিশনাল ফর্মেটিং ব্যবহার করতে হবে।

কন্ডিশনাল ফর্মেটিং জানতে আমার (এক্সেল ২০০৩ তে কন্ডিশনাল ফর্মেটিং) ব্লগটি দেখুন। সম্পর্কিত লিঙ্কস এক্সেল ২০০৩ ইন্ডেক্স (How to...)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।