আমাদের কথা খুঁজে নিন

   

এসইও মানে কি?? সার্চ ইন্জিন অপটিমাইজেশন!!!

এসইও মানে সার্চ ইন্জিন অপটিমাইজেশন। বর্তমান বিশ্বের বেশিরভাগ মানুষ তার প্রয়োজনীয় তথ্য খুজে পেতে গুগলে সার্চ করে। গুগল তখন তার সার্চ রেজাল্ট পেজে অনেকগুলো সাইটের ফলাফল প্রদর্শন করে। কোনটি প্রথমে কোন ওয়েবসাইটের নাম হয়ত প্রদর্শন করে ২নং পেজে। যেটি প্রথমে দেখা যাচ্ছে সেটি প্রথমে দেখাচ্ছে কারন সেটিকে এসইও করা হয়েছে। কোন ওয়েবসাইটকে সার্চের প্রথমে প্রদর্শন করার জন্য যে প্রক্রিয়া অবলম্বন করা হয়, সেটিকে এসইও বলে।
সার্চ ইঞ্জিন কি?
Google, Yahoo, Bing ইত্যাদি হচ্ছে সার্চ ইঞ্জিন। এর মধ্যে গুগল সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন এর মাধ্যমে আপনি সার্চ ইঞ্জিনকে কোন বিষয়ের উপর তথ্য জানতে চাইলে সে আপনাকে সেই অনুযায়ী সম্ভাব্য সবচেয়ে ভালো সাইট গুলা আপনার কাছে দেখাবে।

সার্চ ইন্জিন অপটিমাইজেশন  করার জন্য কি কি দরকার ?
১. ডোমেইন নেম নির্বাচন ২. ভাল এবং ফাস্ট একটি ওয়েব সার্ভার ৩. সঠিক ভাবে ওয়েব সাইটের মেটা ট্যাগিং ৪. SEO Friendly URL ৫. কিছু প্রয়োজনীয় ট্যাগ ও টিপস ৬. সঠিক কোডিং
সার্চ ইন্জিন অপটিমাইজেশন কে সাধারণত ২ভাগে ভাগ করা হয়:
১.অন পেজ (যেটা সাইটের ভিতরেই করা হয় যেমন টাইটেল ট্যাগ,কনটেন্ট,কিওয়ার্ড ইত্যাদি প্রাসঙ্গিক হওয়া )
২.অফ পেজ (যেটা সাইটের বাইরে করা হয় যেমন ব্লগ,ফোরাম পোস্টিং)
আপনাদের সাহায্য জন্য একটি ভিডিও দিলাম-------- https://www.youtube.com/watch?v=4lf6ZPy-sng
আরও জানতে ভিজিট কারুন What Does SEO Mean.com

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ২১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.