আমাদের কথা খুঁজে নিন

   

এসইও জগতে নতুন এক জগৎ বিখ্যাত এসইও এক্সপার্ট এর আবির্ভাব! শুনুন তার কথা এবং এই পোস্ট থেকে শিক্ষা নিন।

প্রথমেই শাওন ভাই কে অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আর ইফতেখার সম্পর্কে কিছু বলতে আমার হাসি পাচ্ছে।
এইবার আসি মুল কথায় :
@ ইফতেখার গতকাল ২টা পোস্ট করছিল, যার ১ম পোস্ট এর শিরোনাম " গুগলের রেজাল্টে প্রথম না আসলে কান কেটে ফেলব!!! " টাইটেল দিছে মাশাআল্লাহ, আপনি তার পোস্ট একবার না পড়ে পারবেন না :p। কিন্তু পোস্টের মধ্যে কোন উল্লেখযোগ্য লিখা নাই। এইটা পাকিস্তানি ব্লগ আর সেই ব্লগের এডমিনের কিছু ইনকাম স্টেট দিছে।

:p
তার উপরোক্ত পোস্টে আমার কমেন্ট ছিল প্রায় এই রকম: (কমেন্ট ডিলিট করার কারনে পুরোপুরি মনে নাই)
@ইফতেখার, আপনার পোস্টের টাইটেল অনুযায়ী এই মুহূর্তে আপনার কানটা কেটে ফেলা উচিৎ। টাইটেল দিছেন একরকম আর পোস্টের মধ্যে যতসব গাজাখোরি গল্প। আরেকজনের ব্লগের ইনকাম স্টেট দেখাই বাহবা নেয়ার কিছুই নাই।
তার ২য় পোস্ট এর শিরোনাম " কিভাবে আমি অনলাইনের কারিশমায় লাখপতি হলাম " শিরোনাম দেখেতো আমি রীতিমতো অবাক, কয় কি ? কিন্তু পোস্ট পরে যা বুঝলাম আসলে উনি একজন P0rnStar :p :p
তার ২য় পোস্টের কিছু গুরুত্বপূর্ণ অংশ :p

:p

:p

:p

:p
তার উপরোক্ত পোস্টে আমার কমেন্ট ছিল প্রায় এই রকম ঃ (কমেন্ট ডিলিট করার কারনে পুরোপুরি মনে নাই)
" @ইফতেখার, আপনার পোস্ট আর পোস্টের কমেন্ট পরে আমি কিছু বলার ভাষাই হারিয়ে ফেলেছি। মানুষ কতোটা নিকৃষ্ট হলে P0rnSite খোলে, আবার অন্যদেরকে P0rnSite খুলতে উৎসাহিত করে।

আবার ১বছরের মাথায় Alleon গাড়িও কিনছেন। আর মোডারেটরদের সম্পর্কে কি বলবো! তারা এইসব কিছু চোখে দেখে না ? "
মিস্টার ইফতেখার উপরোক্তে ২টা পোস্টে শোয়ান ভাইয়ের কাছে কিছু উত্তম মধ্যম আর আমার কাছে গণধোলাই খাওয়ার পরে শোয়ান ভাইকে সাইবার অ্যাক্ট এ মামলা করার হুমকি দিছে :p কই যাইতাম...... হা হা হা
আবার আমাদেরকে টেকটিউন্স এর নীতিমালা পড়ে শোনাচ্ছে। শোয়ান ভাইয়ের পোস্টে গিয়ে আমার সম্পর্কে বলতেছে যে, একজন মোসলমান নাকি কখন এইভাবে কথা বলতে পারেনা। :p
সবশেষে বলবে যে মানুষ সারাদিন এ-ডাল্ট সাইট নিয়ে পড়ে থাকে, ভবিষ্যতে প*স্টার :p হওয়ার স্বপ্ন দেখে, আবার মানুষকে এই কাজে উৎসাহিত করে সে আবার ধর্মের কথা শুনায় :p।
তার সম্পর্কে শোয়ান ভাইয়ের শেষের কথাটা জোশ লাগসে,
" অন্তত আপনার মত এডাল্ট সাইট তৈরি করে যুব সমাজ নষ্ট করি নাই যা করেছি বৈধ উপায়ে করেছি আর সবাইকে গর্ব করে বলতেও পারছি।

এডাল্ট মুভি দেখে দেখে তো আপনার অবস্থা তাদের মতই নিম্নমানের হয়ে গেছে. আপনি বলতে চাচ্ছেন আমার DNA তে প্রব্লেম? হাসাইলেন মিয়া, সামান্যতম লজ্জাও যদি থাকতো অন্তত এত বড় ১টা কমিউনিটি সাইট যেখানে সব বয়সের মানুষের আনাগোনা সেখানে এডাল্ট সাইট করে উপার্জনের উদাহরন দিতেন না। আয় করার জন্য যদি এত নিচেই নামতে হয় তবে এই উপার্জনের আমার কোনও দরকার নাই, আমার সন্দেহ হয় টাকা কামানোর জন্য আপনি আপনার প্রিয় কাউকে বেচে দিতেও হয়ত দ্বিধা করবেন না। "

সোর্স: http://www.techtunes.com.bd     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.