আমাদের কথা খুঁজে নিন

   

রামপাল v/s সুন্দরবনঃ দেশের জন্য "হ্যাঁ" বলতে শিখুন!



রামপাল নিয়ে একটা পোষ্ট দেওয়ায় আমার ব্লগ ব্রাদার’দের কেউ কেউ ভীষণ ক্ষেপে গেছেন আমার উপর। আমি ক্ষেপে যাওয়া সেইসব ব্রাদারদের বলছি ... ব্রাদার’রা মনে হচ্ছে খুব বেশি রেগে গেলেন? জানেন তো "রেগে গেলেন তো হেরে গেলেন" -এই কথাটা? আচ্ছা বলুন তো এই যে আপনারা কমেন্ট গুলো করলেন, এর জন্য কতটুকু পরিবেশের ক্ষতি করলেন? বুঝলেন না? সহজ করে বলছি, আচ্ছা কমেন্ট করার জন্য যে বিদ্যুৎ খরচ করলেন তা কোথা থেকে এসেছে বলেন তো? আপনারা কিন্তু নিজেরাই পরিবেশের ক্ষতি করলেন? কিন্তু সমস্যা হল আপনারা তা জানেন কিন্তু বোঝেন না! বুঝতে চানও না, কারণ আপনাদের তা বুঝতে বলা হয়নি !!!! আমি আপনাদের স্যার’দের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক বলছি, স্যার/স্যার’রা কি আপনাদের এই বিদ্যুৎ প্রকল্পের জন্য বিকল্প কোন জায়গার নাম প্রস্তাব করেছেন? যেখানে এই বিদ্যুৎ কেন্দ্রটা পুনঃস্থাপন করা যাবে বিনা বাঁধায়? করে থাকলে আমাকে/আমাদের জানান আমি লগে লগে আপনাদের সাপোর্ট করুম! কথা দিলাম। সুন্দরবনের প্রতি মায়া আমাদেরও কম না! আর শুনেন আপনার স্যার’রা কখনোই “হ্যাঁ” বলতে শেখে নাই! সব সময় “না” আর “না”! আর জানেন তো এই বাম’রা আমাদের মুক্তিযুদ্ধকেও “না” বলেছিল? তাদের কথা যদি আমাদের পূর্বপুরুষ’রা শুনতো, তাহলে এখনো আপনাদের পাকি’দের “পা” চাটতে হত! নিজ মস্তিষ্ক খাটান আর দেশের পক্ষে “হ্যাঁ” বলতে শিখুন! ধন্যবাদ!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।