আমাদের কথা খুঁজে নিন

   

গ্রামীন ফোনের সূক্ষ্ম জালিয়াতী…!!



আমি কিছুক্ষণ আগে আমার এফ এন এফ নাম্বারে কল করেছি…৷ কত মিনিট কল করে, কত টাকা কর্তিত হইল সচরাচর কেউই এভাবে তার একাউন্ট ব্যালেন্স চেক করে না…৷ হঠাৎ আজকের এই হ্যাপি উইকেন্ডের সকালে মনে হলো ব্যাপারটা একটু চেকাইয়া দেখি…! আমি যখন কথা শেষ করি, কল সামারিতে দেখাইলো ১.৪৭ মিনিট কিন্তু কথা শেষ হবার পরে গ্রামীন থেকে যে নোটিফিকেশন এলো তার হিসাবটা দেখুনঃ টক টাইমঃ ১.৪৮ মিনিট ৷ কল চার্জঃ ০.৬৩ টাকা ৷ কল দেবার আগে ব্যালেন্স লিখে রেখেছিলামঃ ১৭.৮২ টাকা ৷ ১.৪৮ মিনিটের জন্য যদি উল্লিখিত কল চার্জঃ ০.৬৩ টাকা ৷ ============================================= কেটে নেয়, তাহলে বিয়োগ করে দেখুন=১৭.১৯ টাকা ৷ কারচুপিটা এখানেইঃ তাদের নোটিফিকেশনে ব্যালেন্স ১৭.১৮ টাকা ৷ ব্যবধানটা ১ পয়সার কিন্তু হিসেব করে দেখুন, গ্রামীনের ৪ কোটি গ্রাহক যদি গড়ে দিনে দুইটা কলও করে আর প্রতি কলে ০১ পয়সা অতিরিক্ত কেটে নেয় তাহলে প্রতি দিন কারচুপির পরিমান ৮,০০,০০০/= (আট লক্ষ টাকা, মাত্র) ৷ দ্রষ্টব্যঃ গ্রামীন ফোন মাল্টিন্যাশনাল কোম্পানী, প্রতিটা কল থেকেই এভাবে ০১ পয়সার বিরাট কারচুপি করছে কিনা তা আমি নিশ্চিত নই, সবারই উচিত মাঝে মধ্য বিষয়টি যাচিয়ে দেখা…৷ আপনাদের এ ব্যাপারে পূর্বাভিজ্ঞতা থাকলে শেয়ার করুন ৷ (চলবে…)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.