আমাদের কথা খুঁজে নিন

   

অপরাধ করাটা যখন পূণ্যের কাজ

জ্ঞান যেখানে সীমাবদ্ধ, যুক্তি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।

আজ ফার্মাসিস্টরা ধর্মঘট পালন করছেন দেশের প্রায় সব ফার্মেসি বন্ধ রেখে। কয়েকদিন আগে অভিযান চালিয়ে র‍্যাব কয়েকশত কোটি টাকার ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ জব্দ করেন। তাই এই ধর্মঘট। তার মানে কি ভেজাল ঔষধ বিক্রীর নিশ্চয়তা চান ফার্মাসিগুলো? তারা বলছেন, ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা কেনো? অনুমোদনবিহীন ঔষধ উৎপাদন করছেন যেসব ফার্মাসিউটিক্যালস্‌ কোম্পানীগুলো তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে আগে।

তার মানে এই নয় যে, ফার্মেসিগুলো সেই অনুমোদনবিহীন ঔষধ অথবা মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রীর বৈধতা পেলেন। কারণ বাংলাদেশের ঔষধ আইনে ফার্মেসিতে কি ঔষধ রাখা যাবে সেটিরও স্পষ্ট উল্লেখ রয়েছে। কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট এসোসিয়েশনের নেতারা অভিযোগ করছেন, লঘু পাপে গুরুদন্ড দেয়া হয়েছে। এ সবই মানলাম। কিন্তু তার প্রতিবাদে চিকিৎসা খাতকে বিকল করে দিতে হবে? এর আগেও আমরা দেখেছি, সিএমসিতে কর্তব্যরত এক ডাক্তার অপারেশনের গজ ভেতরে রেখে সেলাই করে দেন।

প্রমাণিত হয়। তাই আদালত তাকে শাস্তি প্রদান করে। এরপর দেখলাম তাকে বাঁচানোর জন্য ইন্টার্নি ডাক্তাররাতো বটেই এমনকি বিএমএ'র মতো দায়িত্বশীল সংগঠনও বিক্ষোভ দেখিয়েছে। ডাক্তাররা যদি এমনটা করতে পারে তাহলে ফার্মেসিগুলোর অপরাধতো কম বটেই। অপরাধ করাটা এখন পূণ্যের কাজ।

তারেক জিয়ার মতো দূর্নীতির বরপূত্র, যে কিনা হাওয়া ভবনকে পৃথিবীতে সর্বকালের সেরা দূর্নীতির কেন্দ্রে পরিণত করেছে, তাকে বাঁচানোর জন্য পুরো বিএনপি-জামাত জোট এক হয়ে মাঠে লড়ছে। সমর্থনও পাচ্ছে মানুষের। এ সরকারে আবুল হোসেন, সালমান এফ রহমান, হলমার্কের মতো বড় দূর্নীতির ঘটনায় সরকার মৌন থেকে পরোক্ষভাবে তাদের সমর্থন দিচ্ছে। এই রাজনৈতিক কুআচারের প্রভাব সবখানে পড়ছে। সামনে আমাদের তার জন্য আরো দায় শোধ করতে হবে।

তার জন্য আমরা প্রস্তুততো? নাকি আমরা এমন একটি রাজনীতির সূচনা করতে সহযোগিতা করবো যেখানে অন্যায়কারীকে আদর নয় শাস্তির মুখোমুখি করা হবে। আমাদের জীবনের নিরাপত্তা আমাদেরই নিশ্চিত করতে হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.