আওয়াজ উঠতে হবে, আওয়াজ উঠছে
যখন কিছু ধর্মীয় লোক আর তাদের মিত্ররা ধর্মের-কর্মের কথা বলে দেশকে খোকলা করে
মঙ্গা-দূর্ভিক্ষের কাব্য লেখেন বারংবার, তখন আমি ভুলে যাই এদের সফেদ চাদর
দেশের প্রতি এদের মমতা, ধর্মের প্রতি যথাযথ আদর। এটা কি আমার অপরাধ।
বাংলাদেশ অকার্যকর রাষ্ট্র প্রমানে যখন কিছু প্রগতিশীল সুশীল সমাজের দাবিদার
অন্যায় ভিডিও পাচার কিংবা আল-কায়েদার দেশ প্রমানে ষড়যন্ত্র আঁকেন।
তখন আমি ভুলে, এরাই এক সময় দেশ রক্ষায় জীবন্ত ছিলেন। এটা কি আমার অপরাধ।
কিছু শিক্ষক রাজনীতি নোংড়া জাল বিছানোয় সহায়তা করেন দূর্নীতি বাজ নেতা-আমলাদের ,
দেশ গড়ার কারিগরে অরাজকতার চক্রান্তে মাতলে তাদের ঘৃনা করি, নীল সাদায় বিভক্ত হলে
তখন আমি ভুলে যাই এরা শিক্ষক , এটা কি আমার অপরাধ?
আমি বাস্তববাদী, দেশের বর্তমান নিয়ে ভাবনায় আমি মত্ত। তবে কি এটা আমার অপরাধ?
তুষ্ট দোষে সুখী আমি নই। বসন্ত ইতিাহস মধু বেঁচে আমি ফায়দা লুটার স্বপ্ন দেখি না।
আমি বর্তমান নিয়ে ভাবি। গোলাভরা ধান, আর জল ভরা মাছের দিনে আমার কবিতা নেই।
আমি ক্ষুর্ধাতের আরতি নিয়ে কাব্য লেখি। জেগে ওঠা হাড়গুলোর মাতাম বাক্যে লেপতে চাই।
আমি স্বপ্ন নিয়ে ভাষন দেয়ার পক্ষে নই। আমায় বর্তমানের বক্তব্য শোনাও।
এই ফরিয়াদে কি আমার অপরাধ? কোন দন্ডে আমি দন্ডি? হে বিচারক সমাজ?
সুশীলতার কিছুই আমি শিখিনি, মুক্তি বন্দির কিছুই আমি ভাবিনি, ভেবেছি
কাটা-ফাটা সমাজ ব্যবস্থায় দলীয় রঙ্গের যে আচঁড় প্রতিনিয়ত রক্তাক্ত করছে সবুজ জমিন
তা নিয়ে, এ ভাবা কি আমার অপরাধ? আমি বাস্তববাদী, হয়তো এটা আমার অপরাধ।
হোক না...।
রৌমারী-কুড়িগ্রাম সীমান্তে
বি এস এফ ১৯ যোয়ান বাংলীকে গুলি করলে, আমি ভুলে যাই কার কি অবদান?
ব্যথার মোচড়ে এ হৃদয় ভেঙ্গে হয় খান খান। আমি ভুলে যাই সন্ধির শর্ত
যখন দেখি আমার ভাইএর কোমল দেহে বুলেটের আঘাতে রক্তাক্ত । আমি ভুলে যাই
এরাই ৭১ মিত্র ছিল। বর্তমানের রক্ত আমায় ঘৃনা করতে বলে।
এটা কি আমার অপরাধ।
পাকিস্তানের ওয়াসিম আকরাম যখন বাংলাদেশ ক্রিকেটের প্রশংসা করেন
টেস্ট খেলার স্বীকৃতি মত দেন, কিংবা পাক ক্রিকেটার সেলিত এলাহী
আবাহনীর হয়ে ক্রিকেট লীগে শিরোনাম, তখন আমি ভুলে যাই এরা কোন সময় অন্যায় করেছিল চরম।
এরাই গ্রামে গ্রামে নির্মল জীবনে আগুন ঢেলেছিল গরম। আমি ভুলে যাই। এটা কি আমার অপরাধ।
আমি চীন জাতির সহায়তার মুগ্ধ হই, আমি ছলে বলে নই, স্বেচ্ছায় বিশ্বনীতিতে চীনের সাহায্যে যুক্ত হই।
আমি ভুলে যাই ৭১ এরা পাক-হানাদার সহায়তায় ছিল, এটাও কি আমার অপরাধ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।