আমাদের কথা খুঁজে নিন

   

রাজনীতির ময়দানে কি কোন অপরাধ নাই ? দা কাছি লেলিয়ে দেয়া ---- বইঠা, লগি লেলিয়ে দেয়া এই সব কি অপরাধ নয় ?



আপনি যত বর অপরাধ ই করিয়া থাকেন অথবা অতি ক্ষুদ্রই করিয়া থাকেন আর যদি মামলার ভয় থাকে তবে আপনি রাজনীতির আশ্রয় নিতে পরেন । কোন ভয় নেই, আপনার মামলা প্রত্যাহার। এটি কোন দেশে জানেন ? এশিয়ার একটি উন্নয়নশিল দেশ। যাহা অবস্থান দক্ষিণ এশিয়ার বঙ্গোপ সাগরর পাড়ে। হ্যা পাঠক ঠিকই ধরিয়াছেন, এইটির নাম বাংলাদেশ।

আমাদের দেশর রাজিনৈতিক নেতা কর্মীদের চরিত্র যে ফুলের মত পবিত্র তাহা সকলেরই জানা। ইনারা যে গত তত্বাবধায়ক আমলে ইনাদের উপর এবং ইনাদের ধুসরদে উপর এবং ইনাদের পুষ্য কুক্কুর দিগের উপর অনেক মামলা হইয়াছে। যাহার বিচার কার্য্য কোন টির শেষ হইয়াছে কোনটির হয়নাই। বেশির ভাগেরই হয়নাই। দেশ পরিচালনার দুহাই দিয়া গণতন্ত্রের বুলি আওরাইয়া মুক্তি পাইবার আশায় মামলাগুলিরে রাজনৈতিক হয়রাণি মোলক মামলা হিসাব প্রত্যাহারের দাবি জানানো হইয়াছে এবং যাহা কার্যকর হইবার পথে।

একে বারে প্রথম শ্রেণীর নেতা আমলা হইতে শুরু করিয়া চুনুপটি পর্যন্ত সেই সুযোগে মামলা প্রত্যাহারে দাবি জানাইয়াছে। অবশ্য তাদের দাবিটা মূলক, কারণ যদি প্রথম শ্রেনীর এরা প্রথম পর্যায়ের অপরাথ করিয়া মামলা হইতে বিনা মুকাবেলায় মুক্তি পাইতে পারে তবে তারা পাইবেনা কেন ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.