আমাদের কথা খুঁজে নিন

   

জিপি দিয়ে ফ্রী নেট হবে ডাউনলোড হবে ব্রাউজিং।(With Big File Downloadable Opera Mini)

 
আসসালামুআলাইকুম আসা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এটা টেকটিউনসে আমার প্রথম টিউন।
আজ আমি আপনাদের সাথে জাভা ও সিম্বিয়ান ফ্রী নেট সম্পর্কে আলোচনা করব। চলুন শুরু করা যাক।
জাভা ফ্রী নেটঃ
প্রথমে নিচের লিংক থেকে প্রভ ফাইলটা ডাউনলোড করে নিন।


GPMMS Prov.File by bappy
এরপর এটাকে ডিফল্ট সেটিংস হিসেবে সেট করুন। এবার নিচের লিংক থেকে অপেরা গুলো ডাউনলোড করে নিন। Opera_Mini_5.1_Gpmms_Mod_by bappy_For Java
Opera-MINI-v4.4_Gpmms_Mod_bappy_Java
অপেরা ইন্সটেল করার সময় Gp MMS সেটিংসটা ইউস করবেন। ইন্সটেল হওয়ার পর এই পদ্ধতিটা অনুসরণ করুন: Settings-> Advanced>Protocol>HTTP নোটঃ জাভা অপেরা গুলো সকাল ৬ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত কাজ করবে না। আরেকটা কথা আমি কিন্তু জাভা সেট ইউস করিনা তাই আমি সিওর না, তবে আসা করি কাজ করবে।

সিম্বিয়ান ফ্রী নেটঃ প্রথমে নতুন Access point create একটা করুন নিচের নিয়ম অনুসারেঃ 1. Name: GP-MMS 2. APN: gpmms 3. Homepage: google.com Goto Advanced Setting-> 4. Proxy: 10.128.1.2 5. Port: 8080
এবার নিচের লিংক থেকে অপেরা ডাউনলোড করে নিন।
Opera 7.1 For S60v2
Opera 7.1 For S60v3+S60v5
ইন্সটেল করার সময় Gp MMS select করবেন। ইন্সটেল হয়ে গেলে নিচের পদ্ধতি অনুসরণ করুনঃ Settings-> Advanced>Protocol>HTTP নোটঃ সিম্বিয়ান অপেরা গুলো ২৪ ঘণ্টা কাজ করবে। আমার সব ধরনের আপডেট পেতে ফেসবুকে আমাকে Follow করুন। ফেসবুকে আমি. কোন সমস্যা হলে কমেণ্ট করে জানাবেন।

ভুল হলে ক্ষমা করবেন। আসলে প্রথম পোস্ট তো তাই একটু এলোমেলো হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।


সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ৬৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।