আমাদের কথা খুঁজে নিন

   

"শিক্ষক রা কীট-পতঙ্গ নয়"

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রায় ২৬ হাজার ২০০টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দিয়েছেন । প্রধানমন্ত্রীর এমন সাহসী ভূমিকার জন্যে আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বৃহস্পতিবার এমপিওভুক্তির দাবিতে শহীদ মিনারের অনশনে যোগ দেওয়া শিক্ষকদের উপর টিয়ারশেল নিক্ষেপসহ মরিচের গুড়া স্পে করে পুলিশ, এমন ঘটানার তীব্র নিন্দা জানাচ্ছি। উল্লেখ্য যে তারা বিগত মে মাস থেকে বিভিন্ন সময় আন্দোলনের মাধ্যমে এবং বৈঠক করে এমপিওভুক্তির বিষয়টি সরকারের দৃষ্টি আকর্ষণ করে আসছে। এখন প্রশ্ন হল *এসব শিক্ষকদের দাবি কি খুবই অযৌক্তিক? *কেন মানুষ গড়ার এ কারিগরেরা পুলিশি মারধরের শিকার হল? *প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মাধ্যমিক-দাখিল পর্যায়ের এ শিক্ষকদের জন্য সামান্য আশ্বাসও কি দেওয়া যেত না ? *এ ধরনের সিন্ধন্তের জন্য কারা দায়ী? আমি জানি আমার এ প্রশ্ন গুলির সঠিক কোন জবাব হয়ত নেই............... তবে আমি কিছু কারন উল্লেখ করার চেষ্ঠা করছি *আমরা অর্থনৈতিক ভাবে খুব দুর্বল একটি দেশ *আমাদের সমস্যার কোন কোন অন্ত নেই *আমাদের সর্বদা ঘাটতি বাজেট করতে হয় *আমাদের মাথা পিছু আয় অনেক কম তারপরও আমাদের মনে রাখা উচিত *বাংলাদেশ পাটের জীন ত্বত্ত আবিষ্কার করে।

*অষ্টম শ্রনীর ছাত্র সিসি ++ প্রোগ্রামিং ভাষার দক্ষতার জন্য আন্তর্জাতিক সিকৃতি পায়। *দেশের সোনার ছেলেরা গনিত অলিম্পিয়াডে সম্মানজনক অবদান রাখে। *ফ্রিলেন্সিংয়ে প্রথম সারির দেশ হিসেবে পরিচিতি পায়। আমাদের বিষয় গুলি ভাবা উচিত। আমাদের কোথায় যেন একটা ক্ষমতা আছে.......... প্রকৃতপক্ষে আমাদের চিন্তাশীল মানুষের বিশাল অভাব......।

আমাদের ঐ ক্ষমতা টা কাজে লাগাতে হবে। আমাদের মত একটা দুর্বল দেশে একমাত্র হাতিয়ার হল শিক্ষা। আর এ শিক্ষা আমরা ঐ মানুষ গুলির হাত ধরে পেয়ে থাকি। আমার বিশ্বাস আমরা যদি শুধুমাত্র এই খাতে সয়ং সম্পূর্ন হতে পারি আমাদের দমিয়ে রাখার মত আর কিছু থাকবে না। আমরা জানি, জাতিসংঘ তার অন্তর্ভুক্ত দেশ গুলিকে মোট বাজেটের নূন্যতম ২০ শতাংশ শিক্ষা খাতে ব্যায় করার পরামর্শ দেয়।

সেই ক্ষেত্রে বিগত বাজটে আমাদের শিক্ষা ও প্রযুক্তি খাতে মোট বাজেটের ১১.৫ % বরাদ্দ রাখা হয়েছে তা বিগত বছরের চেয়ে কম। উল্লখ্য যে, ২০১০-১১ অর্থবছরে বাজেটে শিক্ষা ও প্রযুক্তি ক্ষেত্রে ব্যয় ধরা হয়েছিল মোট বাজেটের ১৪.২ শতাংশ, ২০১১-১২ অর্থবছরে ১২.৪ শতাংশ। অত্যন্ত দুঃখের বলতে হয় * দরকার নেই ২২০ টি ওয়াগন আনে রেল * উচ্চ সুদে শত কোটি ডলার কর্জ করে অস্র কিনে বাংলাদেশ আমাদের এ ধরনের বিষয় গুলি নিয়ে ভাবা উচিত। এ ধরনের সমন্বয় হীনতা দূর করা উচিত। ।

জাতি গড়ার কারিগর কে রাস্তায় পিটিয়ে কখনো সমৃদ্ধি আশা কর যায় না................. ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.