আমাদের কথা খুঁজে নিন

   

মাত্র ১০ বছর বয়সে বিশ্ববিদ্যালয়ে!

জার্মান বংশোদ্ভূত মাত্র ১০ বছর বয়সী জ্যানিস সুইস ফাইনাল হাইস্কুল ম্যাথ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন ঐতিহ্যবাহী জুরিখ বিশ্ববিদ্যালয়ে গণিত নিয়ে একটি বিশেষ কোর্সে পড়াশোনা করছে।

এনডিটিভি জানিয়েছে, বুধবার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের সভাপতি মাইকেল হেনগার্টনার জানান, ম্যাক্সিমিলান জ্যানিসচ নামের ওই ছেলেটিই সবচেয়ে কম বয়সী হিসেবে বিশ্ববিদ্যালয়ের এই কোর্সে পড়াশোনা করার সুযোগ পেয়েছে।

ছেলেটির বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, সে খুবই বুদ্ধিমান শিশু। এই বয়সেই সে অনেক কিছু বুঝতে পারে।

উল্লেখ্য, একটি প্রাইমারি স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র জ্যানিসচকে এরই মধ্যে সেখান থেকে সরিয়ে নেয়া হয়েছে। কিন্তু হাইস্কুল ডিপ্লোমা শেষ না করা পর্যন্ত সে আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে না।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.