কয়েকদিন আগে আমি একটা পোস্ট দিয়েছিলাম যেটা http://www.techtunes.com.bd/how-to/tune-id/234873 এ পড়তে পারেন. এখন আমার জানামতে বাংলাদেশে মাত্র ১ জন ছোট হ্যাম অপারেটর আছে. আমাদের দেশে অপ্রাপ্তবয়স্ক অপারেটর আরো বাড়ানো দরকার. হ্যাম রেডিও কে শখ হিসেবে বেছে নাওয়ার অনেক কারণ আমার পোস্টে দেখবেন. বিদেশেও অনেক ছেলেমেয়ে হ্যাম অপারেটর. আমি রাশিয়াতেই মিখাইলা নাম নামে একটি মেয়ের কথা জানি. ও লাইসেন্স পেয়েছে মাত্র ৭ বছর বয়সে. তাই আপনার ছেলে বা মেয়েও অনায়াসে লাইসেন্স পেতে পারবে. আপনি যদি আগ্রহী হন তাহলে https://attachment.fbsbx.com/file_download.php?id=1419949741558328&eid=AStfF2vbDm0fX_0OXmsYOZwVQ4FPhLhQ5sYr2qUs1SGpJkDbL5JWXx08wgMwocRG1G8&ext=1380804901&hash=AStQrUNKEiHdwf55 লিংক এ গিয়ে ফর্মটি ডাউনলোদ করে প্রিন্ট করে নিন. তারপর ফর্মটি পূরণ করে দিন. তারপর একটা ফোটোকপি করিয়ে আইইবি ভবন, রমনায় ৬ তলায় ডিসপেচ বিভাগে অরিজিনাল ফর্মটা দিয়ে দিন. ওরা আপনার ফটোকপি ফর্মে রিসিভড লেখা একটা স্ট্যাম্প দিয়ে দেবে. তাহলে আপনার কাজ শেষ. আর ৮ তারিখের মধ্যে ফর্ম জমা দিতে হবে. যারা যারা ফর্ম জমা দিয়েছেন ওদের জন্য আমি পরে একটা মেগা টিউন করব. তো দেরী না করে এখনি আপনার সন্তানের ফর্ম জমা দিন. যেকোনো সহযোগিতার জন্য sha7onpro@gmail.com এ মেইল করুন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।