কঙ্বাজার ও যশোরের শার্শায় দুই গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে লাশ উদ্ধার করেছে পুলিশ।
রামু : কঙ্বাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাইম্যার ঘোনায় গৃহবধূ সাত মাসের অন্তঃসত্ত্বা কহিনুর আক্তারকে (২৫) স্বামী নুরুল ইসলাম পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এদিকে একই উপজেলার কচ্ছপিয়া ধুইল্যাছড়ি এলাকায় বৃস্পতিবার তামাক ক্ষেত থেকে ২ অজ্ঞাত শিশুর (৮, ৯ বছর) লাশের পরিচয় গতকাল সন্ধ্যা পর্যন্ত মেলেনি। এরা দুজনই ছেলে। জোড়া শিশুর মৃতদেহ উদ্ধারের খবরে পুরো এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শার্শা : যশোর জেলার শার্শার পল্লীতে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন এক সন্তানের জননী মিনা খাতুনকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগ করেছেন স্বজনরা। শুক্রবার একটি পুকুর থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। রামগঞ্জ : লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার জগৎপুর গ্রামের সিদ্দিরবাড়ীর একটি পুকুর থেকে শুক্রবার সকালে জাবেদুল ইসলাম (১২) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে স্থানীয় রিকশাচালক আবু তাহেরের ছেলে। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে জাবেদ নিখোঁজ হন বলে জানান তার স্বজনরা। মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুর উপজেলার শফিপুর মাঠে সরিষা ক্ষেত থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে লাশটি উদ্ধার করা হয়। লাশের কোনো পরিচয় পাওয়া যায়নি। নড়িয়া : শরীয়তপুরের নড়িয়া উপজেলার মশুরা গ্রামে শরীয়তপুর-নড়িয়া সড়কের পাশের পুকুর থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে পুকুরে যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার একটি পুকুর থেকে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর এলাকার মধ্যপাড়া বর্ডার বাজারের ব্রাহ্মণবাড়িয়া জেলার হাসপাতাল সংলগ্ন পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। সলঙ্গা : সিরাজগঞ্জের সলঙ্গায় একটি ক্ষেত থেকে পুলিশ এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে। শুক্রবার সকালে সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের পাশে ভূইয়াগাঁতী কালিকাপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক ৩২ বছর। ঘটনাস্থল থেকে উলঙ্গ অবস্থায় লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।