আমাদের কথা খুঁজে নিন

   

জনগণ ওই মন্ত্রিসভা আবর্জনার ভ্যানে পাঠাবে: রিজভী

অন্তবর্তীকালীন মন্ত্রিসভা নিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “এ ধরনের উদ্যোগ নেয়া হলে ওই মন্ত্রিসভাকে জনগণ সর্বশক্তি দিয়ে প্রতিহত করে মিউনিসিপালিটির আবর্জনার ভ্যানে তুলে দেবে। ”
শুক্রবার দলীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ বিষয়ে কথা বলেন রিজভী।
 

তিনি বলেন, “আওয়ামী লীগের এক সভায় মোহাম্মদ নাসিম সাহেব বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে ১৬ সদস্যের অন্তবর্তীকালীন মন্ত্রিসভা গঠন করা হবে। বিএনপি দ্বিধাহীন কণ্ঠে মোহাম্মদ নাসিমের এই বক্তব্য প্রত্যখান করছে। ”
ক্ষমতাসীনদের এ ধরনের বক্তব্য দেশে বিদ্যমান ‘রাজনৈতিক কুজ্ঝটিকা’ আরও ঘনীভূত করবে বলে মন্তব্য করেন এই বিএনপি নেতা।


তিনি বলেন, “সরকার অযৌক্তিকভাবে গায়ের জোরে দলীয় প্রধানের নেতৃত্বে কোনো মন্ত্রিসভা গঠন করতে চাইলে বিরোধী দলসহ কোনো শ্রেণিপেশার মানুষ তা মানবে না। ”
বৃহস্পতিবার এক আলোচনা সভায়  আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম বলেন, “সংবিধান অনুযায়ী আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৬ সদস্যের মন্ত্রিসভা থাকবে। তারা সরকার পরিচালনা করবেন। আর নির্বাচন পরিচালনা করবে ইসি।


তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলুপ্ত হওয়ার পর এখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায়ই আগামী নির্বাচন হবে। ওই সময় ক্ষমতায় থাকলেও সরকার নীতি-নির্ধারণী কোনো সিদ্ধান্ত নেবে না বলে একে ‘অন্তবর্তী সরকার’ বলা হচ্ছে।
সংবিধান অনুযায়ী আগামী ২৫ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে দশম সংসদ নির্বাচন হওয়ার কথা। তবে নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি জানিয়ে আসা বিএনপি ২৪ অক্টোবরের পর সরকার হঠানোর আন্দোলনের ঘোষণা দিয়েছে।
রুহুল কবির রিজভী বলেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ছাড়া বিরোধী দল কোনো নির্বাচনে যাবে না।


“সরকার যদি নির্দলীয় সরকারের দাবি মেনে না নিয়ে আমাদের নিষ্ঠুরভাবে দমনের পথে এগোয়, তাহলে রাজনীতির ময়দান সরকারের জন্য শান্ত, নিরাপদ বা সুখময় থাকবে না। ”
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যেরও প্রতিবাদ জানান বিএনপির যুগ্ম মহাসচিব।
তিনি বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, সাজার ভয়ে নাকি বিরোধী দলীয় নেতা আদালতে যান না। আমরা জানতে চাই, আদালতে সাজা হবে কি হবে না- তা প্রধানমন্ত্রী জানেন কীভাবে?
“প্রধানমন্ত্রীর এহেন বক্তব্যে জনশ্রুতিটি আবারো প্রমাণিত হচ্ছে- বিরোধী দলীয় অনেক নেতা-কর্মীর বিরুদ্ধে সাজার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের কম্পিউটারেই টাইপ করা হয়। ”
প্রধানমন্ত্রী ‘ঈর্ষা ও হিংসা’ থেকেই বিরোধী দলীয় নেতা সম্পর্কে এ ধরনের মন্তব্য করছেন বলেও দাবি করেন রিজভী।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.