আমাদের কথা খুঁজে নিন

   

তুমি নেবে কি আমায়, প্রিয়তমা ?



তুমি নেবে কি আমায়, প্রিয়তমা ? কি যে অসহ্য কষ্ট বহন করে চলেছি আমি অনেক দিন যাবত, তা আমি তোমাকে বোঝাতে পারব না। জানি তোমার শুনতে ভালো লাগবে না, তার পর ও আমাকে বলতেই হবে, কারন তোমাকে আমি ঠকাতে চাই না। আজ না হয় একটু কষ্ট পেলে, কিন্তু এর মাধ্যমে যে সব সন্দেহ, অবিশ্বাসের বিষবাষ্প দূর হয়ে গেল ! এর পরের সময় গুলো হবে শুধুই আমাদের, যেখানে থাকবে না তৃতীয় কোন মানুষের ছায়া । দেখ, আজ এইসব শুনার পরে যদি আমাকে গ্রহন করতে পারো, আমি তোমার জীবনটা ফুলে ফুলে ভরে দিব, কেমন ফুল দিতে পারব জানি না, তবে এতটুকু বলতে পারি, প্রচেষ্টার কোন কমতি থাকবে না। এক এক টা দিন যেন এক এক টা বছরের মত দীর্ঘ।

আজ আমার নিঃসঙ্গতা দূর করে দেওয়ার মত, পরম ভালবাসায় বুকে জড়িয়ে নেওয়ার মত কেউ নেই। গত ৫ বছর(!!) ধরে বুকের গহীনে যে স্বপ্ন আমি লালন করে এসেছি(শুধু আমি, অন্য প্রান্তে শুধু ছিল মিথ্যা আর প্রতারণা !) আজ সেই অপেক্ষার আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটল । আমার এই কষ্টের কথা বলার মত কেউ নেই আজ, অনেক মন খারাপ থাকে আমার, অনেক বন্ধুকে ফোন করি আমার নিঃসঙ্গতা ঘুচানোর জন্য, সবাই নানা কাজে বিজি । আবার তাদেরকে আমার কষ্টের কথা বুঝাতেও পারি না, কি বলব বল তাদেরকে ? কি ই বা বলার আছে আমার ? আমি একজন কে মন থেকে চেয়েছি, কিন্তু সে আমাকে চায় না আর, আসলে কখনোই চায় নি! এটা ত পরাজয়ের গল্প,পরাজয়ের গল্প কি কেউ শুনতে চায়, সবাই শুধু তাকে নিয়ে ঠাট্টা মশকরা করে। সারা জীবন আমি মানুষকে নিয়ে ফান করে এসেছি, আজ ভাগ্যের পরিহাসে নিজেই ফানের বস্তু হয়ে গেলাম।

আচ্ছা, আমাকে যে মানুষ টা ছেড়ে চলে গেল, সে কি কখনো ভেবেছে যে, “যাকে ছেড়ে চলে যাচ্ছি, সে ত আমার উপর সম্পূর্ণ নির্ভরশীল ছিল, এত বড় পৃথিবীতে সে আমাকে ছাড়া কিভাবে থাকবে, আমার দেওয়া কষ্ট গুলি কি সে নিতে পারবে ?” আমি তার দিকে যতই এগোনোর চেষ্টা করেছি, সে ততই আমার রাস্তা বন্ধুর করে তুলেছে, নিরলস সাধনায় সেই রাস্তা হতে কাঁটা তুলে তুলে এগিয়েছি আমি, তার পর ও নতুন ভাবে রাস্তা বন্ধুর করে তুলেছে সে । আসলে মানুষ খুবই স্বার্থপর, কিন্তু সেই স্বার্থপরতা কি প্রিয় মানুষটির সাথে না করলেই নয় ! সারা পৃথিবীর স্বার্থপর মানুষগুলোর থেকে কষ্ট পেয়ে এসে সে যে মানুষটার বুকে মুখ লুকাত একটুখানি আদ্র ভালোবাসার প্রত্যাশায় পরম নিরভরতার সাথে, তার সাথে এই স্বার্থপরতা কি না দেখালেই নয় ! এটা যে তার বুকে শেল সম বিঁধবে সেটা জেনে বুঝে মানুষ কিভাবে পারে ? মানুষের ফিলিংস নিয়ে খেলা করার মত জঘন্য খেলা কি আর আছে ? তবে আজ এই কষ্টের প্রয়োজন আছে, এই কষ্টের মাধ্যমেই আমি পরিশুদ্ধ হতে চাই, একজন নতুন ফ্রেশ মানুষ হিসাবে আমি তোমার সামনে এসে দাড়াতে চাই, যার মন অন্য কোথাও বাঁধা নেই, যে সম্পূর্ণ প্রস্তুত তার জীবনের প্রতিটা বাঁকে বাঁকে, রন্ধ্রে রন্ধে তোমাকে প্রবেশাধিকার দিতে। তুমি নেবে কি আমায়, প্রিয়তমা ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।