আমাদের কথা খুঁজে নিন

   

মির্জা গালিব, আধা মুসলমান আর মডারেট ....



সময় ১৮৫৭ সাল, হিন্দুদের বিশ্বাষঘাতকতার কারনে দিল্লীতে ইংরেজদের হাতে লালকেল্লার (রেড ফোর্ট) চুড়ান্ত পতন হলো আর সব ইংরেজদের সব রাগ গিয়ে পড়লো মুসলমানদের উপর পাইকারী হারে ধরে ফাঁসি দেওয়া শুরু হলো সারা ভারতবর্ষে ঠিক সেই সময় দিল্লীর বাদশাহর সাথে ঘনিষ্ঠ যোগাযোগের কারণে ইংরেজ সৈন্যরা মির্জা গালিবকে ধরে নিয়ে যায়। তাকে জেরার ফাঁকে জিজ্ঞেস করা হল যে, সে মুসলমান কিনা। এই জীবন-মরণ সময়ে যেখানে গালিবের ফাঁসিও হয়ে যেতে পারে সেখানে রসিকতা করে গালিব উত্তর দেন— "মুসলমান কিন্তু আধা" এর ব্যাখ্যায় তিনি বলেন, "শরাব পীতা হু, লেকিন শূকর নেহি খাঁ তা" অর্থাত্ "মদ পান করি কিন্তু শূকর খাই না"। ভাগ্যিস সই আধা মুসলমানের থিওরি জন্য সেইবার মির্জা গালিব প্রানে বেঁচে যান। সময় ২০১৩ সাল, তুমি নামাজ পড়, রোজা রাখো আর তসবি গুনো আর চুপ থাকো এই আজ মুসলমানরা মিডিয়ার "মডারেট" এ কনভার্টেট আর তুমি যদি চিৎকার প্রতিবাদ করে বলো, আমার অধিকার ফিরিলে দাও আমার ভূখন্ড ফিরিয়ে দাও আর তোমার পাপাচার বন্ধ করো তখনি তুমি "সন্ত্রাসী""জঙ্গী" টেগ ধারী হয়ে গেলে ! পূনশ্চ: মডারেট সেজে "মুসলমান কিন্তু আধা" এই কালে হয়তো আমারা বিশ্ব মোড়লের আদালতে পার পেয়ে যাবো কিন্তু গুরু উপরওলার দরবারে গিয়ে তখন কি জওয়াব দিব ????!!!!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.