চোটের কারণে বাংলাদেশ সিরিজে আসেননি নিউ জিল্যান্ড দলের সাবেক অধিনায়ক ভেট্টরি।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ইনডোরে অনুশীলন শেষে সাংবাদিকদের সাকিব বলেন, “ভেট্টরিই সম্ভবত বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে বেশি উইকেট নেয়া বোলার। ওর না থাকা স্বাভাবিকভাবেই পার্থক্য গড়ে দেবে। তবে অন্যরা যারা আছে তারাও ভালো খেলোয়াড়, আমাদের ভালো প্রস্তুতি নিতে হবে। ”
৩৪.৪২ গড়ে ৩৬০টি উইকেট নিয়ে রিচার্ড হ্যাডলির পর এখন নিউ জিল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারি বা-হাতি স্পিনার ভেট্টরি।
এছাড়া টেস্টে ৩০.১০ গড়ে ৪ হাজার ৫১৬ রান করেছেন এই অলরাউন্ডার। একদিনের ক্রিকেটে তার শিকার ২৮৪টি উইকেট।
চোটের কারণে ভেট্টরির মতো দলে নেই ব্যাটসম্যান মার্টিন গাপটিলও। নিউ জিল্যান্ডের ১৫ সদস্যের টেস্ট দলে রয়েছে দুই নবাগত হলেন ইশ সোধি ও কোরি অ্যান্ডারসন। এর পরও 'অনভিজ্ঞ' নিউ জিল্যান্ডকে পিছিয়ে রাখতে চান না বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব।
“সাম্প্রতিক সময়ে টেস্টে নিউ জিল্যান্ড খুব ভালো করছে। সিরিজে ভালো প্রতিদ্বন্দ্বিতা হবে। কোন দল কতটা অভিজ্ঞ সে হিসেব করে কোনো লাভ নেই, নির্দিষ্ট দিনে কে ভালো করে তার ওপরই খেলার ফলাফল নির্ভর করে। আমাদের ভালো খেলতে হবে, তারপরে ফলাফল দেখা যাবে। ”
ক্যারিয়ারে ব্যাটিংয়ের দিক থেকে সম্ভবত সবচেয়ে বাজে সময় কাটছে সাকিবের।
ইংল্যান্ডের ফ্রেন্ডস লাইফ টি-টোয়েন্টি আর ওয়েস্ট ইন্ডিজের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে বল হাতে সাফল্য পেলেও ব্যাটিং মোটেও ভালো করতে পারেননি তিনি।
আর ওয়েস্ট ইন্ডিজ থেকে চোট নিয়ে ফেরার পর থেকে খেলার বাইরেই ছিলেন সাকিব। ৩০ সেপ্টেম্বর খেলাঘরের বিপক্ষে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচটিই গড় দেড় মাসে তার একমাত্র ম্যাচ। ম্যাচ অনুশীলনের অভাবের কথা চিন্তা করেই তিন দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশে রাখা হয় তাকে। বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় অনুশীলনের সুযোগ হল না তার।
ইনডোরে অনুশীলনে সাকিব প্রস্তুতিতে ঘাটতি থেকে গেল কিনা জানতে চাইলে সাকিব বলেন, “জানি না, খারাপ খেললে থাকবে, ভালো খেললে থাকবে না। দুই ধরনের ক্রিকেটে একটু তো পার্থক্য থাকবেই, মানিয়ে নেয়া আমার দায়িত্ব। ”
ইনডোরে অনুশীলনে সাকিব
তবে প্রস্তুতি ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় নিউ জিল্যান্ডেরই বেশি ক্ষতি হয়েছে বলে মনে করেন সাকিব।
"ওদের মানিয়ে নেয়ার একটি ভালো সুযোগ ছিল। এই মাঠে তো কোনো খেলা হয়নি, সম্ভবত একটা বলও হয়নি, উইকেট কেমন হবে কোনো ধারণা নেই আমাদেরও।
”
টেস্ট সিরিজে ব্যাক্তিগত কোনো লক্ষের কথা জানাননি সাকিব, তবে প্রতিশ্রুতি দিয়েছেন ভালো খেলার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।