আমাদের কথা খুঁজে নিন

   

মেডিকেল ভর্তি পরীক্ষা ও নসীবের দোষারোপ:

গুনাহগার, অযোগ্য, অধম...

মেডিকেল ভর্তি পরীক্ষা ও নসীবের দোষারোপ: যারা ছোটবেলা থেকেই মেডিকেলে পড়ার স্বপ্নটাকে জীবনের অন্তিম লক্ষ হিসেবে বেছে নিয়েছো, তোমাদের এক বিশাল অংশ গতকাল থেকে অধীর আগ্রহে অপেক্ষা করছ কখন রেজাল্ট দিবে? কখন তোমার স্বপ্নের দিগন্তরেখায় সাফল্যের হাসি দেখা দিবে। প্রায় ৫০ হাজার ছাত্র-ছাত্রী পরীক্ষা দিয়েছে, যার মাঝে সরকারী মেডিকেলে চান্স পাবে মাত্র ৩৩০০ আর বেসরকারীতে আরো ৫ হাজারের মত। তবে যে ৪০ থেকে ৪২ হাজার ছাত্র-ছাত্রীর ডাক্তার হবার স্বপ্ন পূরণ হবেনা, তাদের কি স্বপ্ন দেখা টা ভূল ছিল? যারা চান্স পাবেনা, অনেকেই হতাশ হবে নিজের উপর, নিজের নিয়তির উপর, অনেকে ধরে নিবে হয়ত, আমাকে দিয়ে এই ধরাধামে কিছুই হবেনা। নিতান্তই ভূল ধারনা। যারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করে, বিশ্বাস করে তাকদীরের ফয়সালাকারী একমাত্র আল্লাহ তায়লা, তারা এও বিশ্বাস করা উচিত, মানুষের সর্বোচ্চ চেষ্টা প্রচেষ্টার পরও যদি আল্লাহ কারো তাকদীরে ডাক্তার হবার সৌভাগ্য না রাখেন, তাহলে বুঝতে হবে এর মাঝেও নিগূঢ় কোন কল্যান রয়েছে, যা আমরা বুঝতে পারিনা।

হয়ত তোমাকে দিয়ে আল্লাহ এর চাইতেও কল্যানকর কিছু করাতে চাইছেন, এর চাইতেও ভাল কিছু তোমাকে দিতে চাইছেন, একারনে সাময়িক কষ্ট দিয়ে তোমার ধৈর্য পরীক্ষা করতে চাইছেন। একটা ভূল ধারনা অপনোদন করি, অনেকে মনে করেন ডাক্তাররাই দেশের সবচাইতে পয়সাওয়ালা লোক, সকল সম্মান শুধু ডাক্তারের পায়ের কাছে লুটোপুটি খায়, ডাক্তারের জীবনে কোন দূ:খ নেই, কষ্ট নেই, ডাক্তার হওয়া মানেই সফলতা নিশ্চিত... এগুলো আদতেই সত্য নয়। ডাক্তারদের জীবনেও কষ্ট আছে, আছে বছরের পর বছরে ডিগ্রীর পেছনে দৌড়ানোর যন্ত্রনা, আছে সাফল্যের অন্তরালের লুকায়িত বিফলতা, তাই ডাক্তার হওয়া ই জীবনের একমাত্র সফলতা নয়। বরং নিজের সর্বোচ্চ চেষ্টার পর আল্লাহ যা কপালে রেখেছেন, তা মেনে নেয়া, এবং সেই প্রফেশানে শিখরে পৌছাই হচ্ছে চূড়ান্ত সফলতা। তাই নসীবের দোষ দিওনা, রেজাল্ট যাই আসবে বলবে "আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করেন তার পেছনে মংগল রয়েছে"।

সকলের জন্যে রইল শুভকামনা... (মাহীদ ভাইয়া)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.