শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলোয়াড়দের বয়স নির্ধারণ শেষ হয়েছে। প্রায় ২২০০ জনের মধ্যে থেকে ১২০০ জনেরও বেশি ফুটবলারকে বাছাই করা হয়েছে।
একটি দল বাছাই করা ফুটবলারদের মধ্যে থেকে সর্বোচ্চ ৩০ জনকে নিবন্ধন করাতে পারবে।
গতবারের পাইওনিয়ার লিগে ৮০টি দল খেলেছিল। এবার ১০টি দল কমেছে।
এ প্রসঙ্গে লিগ কমিটির সহ-সভাপতি বিজন বড়ুয়া বলেন, “আরো অনেক বেশি দল আগ্রহ দেখালেও আমরা অনেক বাছাই করে ৭০টি দলকে অনুমোদন দিয়েছি। অনেক দলই নাম এন্ট্রি করে বল, জার্সি ও টাকা নিয়ে পরে আর খেলতে আসে না। এবার তাই বাড়তি সতর্কতা নেয়া হয়েছে। ”
ঢাকার উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম ও কেন্দ্রীয় অঞ্চলের ১০টি ভেন্যুতে খেলা হবে।
প্রথম পর্বে প্রত্যেক দলকে এক সেট জার্সি, পাঁচটি বল এবং ১০ হাজার টাকা করে দেয়া হবে।
সুপার লিগে ওঠা ২০টি দল আরো ১৫ হাজার টাকা করে পাবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।