আমাদের কথা খুঁজে নিন

   

‘তুমি নাকি চার লাখ টাকা দিয়ে কাকে ম্যানেজ করেছ’

‘আমি তোমার অফিসে আর তুমি কক্সবাজার! এর আগেও তোমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পেয়েছি। তুমি নাকি চার লাখ টাকা দিয়ে কাকে ম্যানেজ করেছ। কাকে টাকা দিয়েছ? তুমি চালকদের কাছ থেকে টাকা নাও, দুর্ব্যবহার করো। সব আমি জানি। ’ আজ সোমবার সকালে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) সহকারী পরিবহন (ট্রাফিক) কর্মকর্তা কামরুজ্জামানকে মুঠোফোনে এভাবেই তিরস্কার করেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

শুধু তিরস্কারই নয়, এরপর অনিয়মের অভিযোগে সহকারী পরিবহন (ট্রাফিক) কর্মকর্তা ও অফিস সহকারী নুরুজ্জামানকে বদলির নির্দেশ দেন যোগাযোগমন্ত্রী। চট্টগ্রাম শহরতলির বালুছড়ায় বিআরটিসির ডিপো পরিদর্শনে গিয়ে ওবায়দুল কাদের এই নির্দেশ দেন। বিআরটিসি সূত্র জানায়, আজ সকাল ১০টায় মন্ত্রী বিআরটিসি ডিপোতে উপস্থিত হন। এ সময় তিনি সহকারী পরিবহন কর্মকর্তা কামরুজ্জামানের খোঁজ নেন। তখন কামরুজ্জামান কার্যালয়ে উপস্থিত ছিলেন না।

এরপর মন্ত্রী মুঠোফোনে কামরুজ্জামানের সঙ্গে যোগাযোগ করে তাঁর অবস্থান জানতে চান। জবাবে কামরুজ্জামান জানান তিনি কক্সবাজারে অবস্থান করছেন। এরপর মুঠোফোনে মন্ত্রী তাঁকে তিরস্কার করেন। মুঠোফোনে কথা বলার পর মন্ত্রী কামরুজ্জামান ও নুরুজ্জামানকে বদলির নির্দেশ দেন। যোগাযোগ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ প্রথম আলো ডটকমকে বলেন, ‘অনিয়মের অভিযোগে এক কর্মকর্তা ও এক কর্মচারীকে তাত্ক্ষণিক বদলির নির্দেশ দেওয়া হয়েছে।

’ এর আগে গতকাল রোববার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চট্টগ্রাম কার্যালয়ে ঝটিকা সফরে গিয়ে অনিয়মের অভিযোগে তিন কর্মচারীকে তাত্ক্ষণিক বদলির নির্দেশ দেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। সূত্রঃ প্রথম আলো ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.