আমাদের কথা খুঁজে নিন

   

ইন্টারকে ডোবালো রোমা

শনিবার ইন্টারের মাঠ সান সিরোয় স্বাগতিকদের হতাশায় ডোবাতে বর্ষীয়ান ফরোয়ার্ড টট্টি করেন জোড়া গোল। অপর গোলটি করেন মিডফিল্ডার আলেসান্দ্রো ফ্লোরেঞ্জি। লিগে রোমার এটি টানা সপ্তম জয়।
১৯ মিনিটে প্রথম এগিয়ে যায় অতিথিরা। আইভরি কোস্টের ফরোয়ার্ড জার্নহোর থেকে পাস পেয়ে ২০ গজ দুর থেকে নিঁচু শটে লক্ষ্যভেদ করেন অধিনায়ক টট্টি।


টট্টির সুবাদে রোমা ব্যবধান বাড়ায় ৪০ মিনিটে। পেনাল্টি থেকে গোলটি করেন ৩৭ বছর বয়সী এই তারকা। ডি বক্সের মধ্যে বল পায়ে ঢুঁকে পড়া জার্নহোকে উরুগুয়ের ডিফেন্ডার আলভারো পেরেইরা ফাউল করলে পেনাল্টি পায় তারা।
২-০ গোলে পিছিয়ে পড়ার পরও স্বাগতিকদের যতটুকু আশা বেঁচে ছিল তা শেষ হয়ে বিরতির মিনিট খানেক আগে। নেদারল্যান্ডসের মিডফিল্ডার কেভিন স্ট্রুটম্যানের পাস থেকে গোলটি করেন ২২ বছর বয়সী ফ্লোরেঞ্জি।


৩-০ গোলে এগিয়ে থেকেও দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণও চালিয়ে যায় রোমা। কিন্তু ৭৯ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে ডিফেন্ডার ফেদেরিকো বালজারেত্তি মাঠ ছাড়লে ১০ জনের দলে পরণত হয় তারা।
সে সুযোগে স্বাগতিকরা নাটকীয় কিছু করে দেখানোর চেষ্টা করলেও ফলাফল কোনো পরিবর্তন হয়নি।
সাত ম্যাচ শেষে শতভাগ সাফল্যে ২১ পয়েন্ট নিয়ে যথারীতি পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রাখলো রোমা।   শুধু পয়েন্টের হিসেবেই নয়, আসরের শুরু থেকে রোমা কতটা অদম্য গতিতে এগিয়ে চলেছে তার প্রমাণ মেলে গোলপার্থক্যের হিসেবেও।

রাজধানীর এই দলটি সাত ম্যাচে করেছে ২০ গোল, হজম করেছে মাত্র একটি।
দিনের অন্য ম্যাচে আতালান্তা ১-০ গোলে শিয়েভোকে হারিয়েছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।