অন্যদিকে, গত পাঁচ ম্যাচে তৃতীয়বারের মতো হারলো ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাওয়া ইন্টার। অপর দুটি ম্যাচ ড্র করেছে তারা।
জুভেন্টাস স্টেডিয়ামে ১৬ মিনিটে সুইস ডিফেন্ডার স্টেফান লিশটস্টাইনারের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। মিডফিল্ডার আন্দ্রেয়া পিরলোর ক্রসে হেড করে গোলটি করেন তিনি।
দ্বিতীয়ার্ধে নয় মিনিটের আরো দু'টি গোল করে স্বাগতিকরা।
৪৭ মিনিটে মিডফিল্ডার পল পোগবার পাস থেকে লক্ষ্যভেদ করেন ডিফেন্ডার জর্জো কিয়েল্লিনি। আর ৫৬ মিনিটে ছয় গজ দুর থেকে বল জালে জড়ান চিলির মিডফিল্ডার আর্তুরো ভিদাল।
৭২ মিনিটে অতিথিদের একমাত্র গোলটি করেন পর্তুগিজ ডিফেন্ডার রোলান্দো।
এই জয়ের ফলে শিরোপা ধরে রাখার পথে আরেক ধাপ এগিয়ে গেল জুভেন্টাস। ২২ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে তারা।
এক ম্যাচ কম খেলা রোমার পয়েন্ট ৫০। রোববার রাতে তাদেরও ম্যাচ ছিল। কিন্তু পারমার বিপক্ষে ম্যাচটি প্রচন্ড বৃষ্টির কারণে পেছানো হয়েছে।
জুভেন্টাসের সমান ম্যাচ খেলা নাপোলির পয়েন্ট ৪৪, তৃতীয় স্থানে আছে তারা। সমান ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে নেমে গেছে ইন্টার।
রোববার সেরি আর অন্যান্য ম্যাচে লাৎসিও ২-০ গোলে কিয়েভোকে ও হেল্লাস ভেরোনা ২-১ গোলে সাস্সুয়োলোকে হারিয়েছে। কাতানিয়া ও লিভোরনো ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।