শনিবার নিজেদের মাঠে মাউরো ইকার্দির দুই গোলে দুবার এগিয়ে গিয়েও বোলোনিয়ার বিপক্ষে জিততে পারেনি ইন্টার মিলান। সান সিরোর গ্যালারিকে আনন্দে ভাসিয়ে ম্যাচের ৬ মিনিটেই ইন্টারকে এগিয়ে দেন মাউরো ইকার্দি।
৩৫তম মিনিটে ইন্টারের এই গোলটি শোধ করেন বোলোনিয়ার পাজিয়েঞ্জা। ৬৩তম মিনিটে ইন্টারকে আবার এগিয়ে দেন আর্জেন্টিনার ফরোয়ার্ড ইকার্দি। তবে মিনিট দশেক পরই এই গোলটাও শোধ করে দেন বোলোনিয়ার গ্রিসের মিডফিল্ডার প্যানাজিওতিস কোনে।
এর পর অনেক চেষ্টা করেও আর গোল করতে পারেনি ইন্টার মিলান। ইতালির ঐতিহ্যবাহী এই ক্লাবটিকে ম্যাচ শেষ করতে হয় সমর্থকদের ‘দুয়ো’ শুনে।
এই ড্রয়ের পর ৩২ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে আছে ইন্টার। চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফে জায়গা করে নেয়ার লড়াইয়ে ইন্টারের দুই প্রতিপক্ষ ফিওরেন্টিনা ও নাপোলি ৫২ ও ৬৪ পয়েন্ট নিয়ে চতুর্থ ও তৃতীয় স্থানে আছে। দুটি দলই ইন্টারের চেয়ে একটি ম্যাচ কম খেলেছে।
ইতালির সিরি আর শীর্ষ দুই দল সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে খেলবে। তৃতীয় হওয়া দলটি খেলবে চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফে। চতুর্থ ও পঞ্চমে থাকা দলের ভাগ্যে জুটবে ইউরোপা লিগের গ্রুপ পর্ব এবং ইউরোপা লিগের প্লে-অফ। আর ষষ্ঠ স্থানে থাকা দল খেলবে ইউরোপা লিগের তৃতীয় বাছাই পর্বে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।