ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের কর্মী ও কিশোরী ব্লগার মালালা ইউসুফজাইয়ের সাহসিকতা ও গুণে মুগ্ধ হয়ে তাকে রাজপ্রাসাদে (বাকিংহাম প্যালেস) আমন্ত্রণ জানিয়েছেন।
রাণীর এই আমন্ত্রণের খবর শান্তিতে সর্বকনিষ্ঠ নোবেলজয়ী হিসেবে মালালার নাম ঘোষণার সম্ভাবনাকে নতুন করে প্রাণ দিচ্ছে। এ সপ্তাহের শেষ দিকে শান্তিতে নোবেলজয়ীর নাম ঘোষণা করার কথা।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদ মাধ্যম সানডে টাইমস জানিয়েছে, মালালার সাহসিকতায় মুগ্ধ হয়ে তাকে রাজপ্রাসাদে দাওয়াত গ্রহণ করার জন্য জন্য যুক্তরাজ্যে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার বাবদ আমন্ত্রণপত্র পাঠিয়েছেন রাণী দ্বিতীয় এলিজাবেথ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।