হায় চিল, সোনালী ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে তুমি আর কেঁদোনাকো উড়ে উড়ে ধানসিড়ি নদীটির পাশে ! jibanananda.। ১. মালালা টুইটারে কইছে যে সে বাংলাদেশ ক্রিকেট টীমের পাকিস্তান সফর বাতিল প্রশ্নে সে মনঃক্ষুণ্ণ। তার মতে বাংলাদেশের আচারন টাইগারের মত নয় উপরন্ত বিড়ালের মত হয়েছে। ...... এর প্রতিক্রিকায় প্রচুর বাংলাদেশী দেশপ্রেমিক প্রতিক্রিয়া জানাইছে, মালালারের বকাবকি করছে, তার টুইটার রীতিমত টয়লেটে ভরে দিচ্ছে জনিত স্ট্যাটাস দিয়ে বীরত্ব দেখাচ্ছে। অতি উৎসাহী কেউ কেউ পাকিস্তান রাষ্ট্রের সর্বনাশ কামনায় দোয়া করতেছে।
২. সম্ভবত কারও মান-অভিমান-অভিশাপের উপর কোন দেশ ধ্বংস হওয়া নির্ভর করে না। তা হইলে পৃথিবী নির্যাতিতের অভিশাপে এতদিনে কয়লা হওয়ার কথা। পাকিস্তানের যা হবার নিয়মানুযায়ী তাই হবে। অভিশাপ সত্য হইলে আমেরিকা এতদিনে নেংটি পড়ে আফ্রিকাতে ভিক্ষা করত।
৩. আমরা প্রধানত ২ কারনে পাকিস্তানে আমাদের খেলোয়াড়দের পাকিস্তানে পাঠাইনি, প্রথমত নিরাপত্তা...... দ্বিতীয়ত পাকিস্তানের উপর চাপ প্রয়োগ।
চাপ প্রয়োগ গেম থিওরিতে বিশেষ সংযোজন। এক্ষেত্রে পাকিস্তানের ভূমিকা বিশেষ ভাবে লক্ষণীয় এবং শিক্ষণীয়। তাদের তৎক্ষণাৎ সিদ্ধান্ত বিপিএলএ খেলোয়াড় প্রেরন স্থগিত। ...... চাপ প্রয়োগ করে পাকিস্তানকে তার অতীত পাপের জন্য ক্ষমা চাওয়ায় বাধ্য করাতে বাংলাদেশ ব্যর্থ হয়েছে। এক্ষত্রে আবারো পাকিস্তানের দিকে তাকান যায়; মেমোগেট কেলেঙ্কারি পরবর্তি পাক-মার্কিন শীতল সম্পর্ক, ড্রোন হামলায় ২৮ জন পাক সেনা নিহত ইত্যাদি পাকিস্তানকে বাধ্য করে পাক-মার্কিন সম্পর্ক পুনঃবিবেচনায়।
পাকিস্তান বারবার চাপ প্রয়োগ করতে থাকে; সেনা ট্রেইনার বহিষ্কার, সাহায্য গ্রহনে অস্বীকৃতি, বন সম্মেলনে না যোগদান ইত্যাদি চাপ প্রয়োগের অংশই ছিল...যার পরিণতিতে হিলারি আমেরিকার পক্ষ থেকে ক্ষমা চাইতে বাধ্য হয়।
৪. অন্যদিকে বাংলাদেশের বিভিন্ন ক্রিকেট কর্মকতা, সরকারের কর্মব্যক্তিরা জনমত উপেক্ষা করে নানা সিদ্ধান্ত নিয়ে জলঘোলা করে জনমতকে ছোট করেছে। আমরা ঘর সামলাতে পারিনা অথচ মালালাকে গালি দিতে, পাকিস্তানকে অভিশাপ দিতে আমাদের লজ্জা করেনা। মালালা এইটুকুন মেয়ে তার চিন্তা কতটুকুইবা বিকাশ পেয়েছে। আমরা নিজেরাই যখন মুক্তিযুদ্ধের ইতিহাস জানিনা সেখানে মালালার কি ঠেকা পাক বাহিনীর পাপকর্ম মুখস্থ করে বাংলাদেশকে সহানুভূতি (!) দেখানোর।
মালালা একজন পাক নাগরিক হিসেবে দেশপ্রেমিকের মতই কথা বলেছে বলে মনে করি। নিজের ব্যার্থতার হিসেব না মিলাতে পেরে অন্যকে গালি দিয়ে মানসিক প্রশান্তি অর্জনের চেষ্টাকে দুঃখজনক হিসেবে দেখছি। (আমার ব্যক্তিগত মত)
[বি দ্রঃ অপ্রিয় যত সত্য সহ্য করার ক্ষমতা আছে কি ? নামের পেইজটি মালালাকে বেশ্যা ট্যাগ দিয়ে পোস্ট করছে। পোস্টটিতে অসংখ্য লাইক ও কমেন্ট দেখে আমি খুবই অসুস্থ বোধ করতেছি। শিবির-হিজবুতি মালালাকে যারপরনাই অপছন্দ করে, কারন মালালা পশ্চিমা মিডিয়া দ্বারা ফোকাস হওয়া তারকা, যে চরমভাবে তালেবান বিরোধী ও নারীবাদী।
শিবির-হিজবুত পন্থীরা প্রতিশোধ নেয়ার সহজ সুযোগটা পেয়ে গেল......ধর্ম-বর্ন-জাতীয়তায় স্পর্শকাতর ব্যক্তি এই পোস্ট নিয়ে সময় নষ্ট করবেন না প্লিজ] ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।