আমাদের কথা খুঁজে নিন

   

প্রথম দেখাতেই মালালাকে জড়িয়ে ধরলেন প্রিয়াংকা

মালালা ইউসূফজাইয়ের সঙ্গে দেখা করলেন প্রিয়াংকা চোপড়া। ইউনাইটেড নেশনের বিশেষ ডিনারের আমন্ত্রণে মালালা ছাড়াও বেশ কয়েকজন আন্তর্জাতিক নেতৃবৃন্দের সঙ্গে দেখা করেন তিনি। এদের তালিকায় ছিলেন, ম্যাথু বিশপ, সামান্থা পাওয়ার, মালালা ইউসূফজাই সহ আরো অনেকে। খবর সান্তাবান্তা ডটকমের।

ভারতীয় এই অনলাইন সংবাদ মাধ্যমটি তাদের এক সূত্রের বরাত দিয়ে জানায়, ইউএন-এর সেই সম্মানজনক ডিনারে উপস্থিত হয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। সেখানেই মালালার সঙ্গে দেখা করেন তিনি। আলাপচারিতার শুরুতে মালালাকে জড়িয়ে ধরেন প্রিয়াংকা। এছাড়া উপস্থিত নেতৃবৃন্দের সঙ্গে বিভিন্ন সামাজিক ইসু নিয়ে কাজ করার বিষয়ে একাত্বতা জানান তিনি।

এই চ্যারিটি ডিনারে মূলত মেয়ে শিশুদের উন্নয়নে, ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে  ইউএনকে কিভাবে সাহায্য করা যায় সে বিষয়েই মত বিনিময় করেন তিনি।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।