বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পেশাদার ফুটবল লিগ কমিটি দুই-একদিনের মধ্যে সভায় বসে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছেন, “সব কিছু মোটামুটি ঠিক হয়ে গেছে। টুর্নামেন্টের বাইলজ ঠিক হয়ে গেছে, সূচির ফরম্যাট তৈরি, এখন শুধু অপেক্ষা চূড়ান্ত সিদ্ধান্তের। ”
২০টি দল নিয়ে ফেডারেশন কাপ আয়োজনের পরিকল্পনা নিয়েছে বাফুফে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১০টি, চ্যাম্পিয়নশিপ লিগের ৭টি এবং তিনটি সার্ভিসেস দল অংশ নিতে পারে।
পেশাদার লিগ কমিটির সভার পর সবগুলো ক্লাবকে চিঠি দেয়া হবে। ঈদের আগেই সব ক্লাবের এন্ট্রি নিশ্চিত করতে চায় বাফুফে।
খেলা হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম ও আর্মি স্টেডিয়ামে।
গত মৌসুমে পেশাদার লিগের বাইরের কয়েকটি দলকে নিয়ে ফেডারেশন শিল্ড নামে একটি টুর্নামেন্টের আয়োজন করেছিল বাফুফে। প্রতিযোগিতাটি ছিল ফেডারেশন কাপের বাছাই পর্ব।
তবে এবার ফেডারেশন শিল্ড হচ্ছে না।
এখনো অবশ্য স্পন্সর জোগাড় করতে পারেনি বাফুফে। গ্রামীণফোনের সঙ্গে বাফুফের দুই বছরের চুক্তি শেষ হয়েছে গত জুনে। নতুন চুক্তি না হওয়ায় বাফুফে নিশ্চিত নয় ফেডারেশন কাপে গ্রামীণফোন স্পন্সর থাকবে কিনা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।