আমাদের কথা খুঁজে নিন

   

সংস্কারে সন্তোষ আইএমএফের, শঙ্কা প্রবৃদ্ধি নিয়ে

আন্তর্জাতিক এই ঋণদাতা সংস্থার সফররত একটি প্রতিনিধি দল রোববার এক সংবাদ সম্মেলনে নতুন ভ্যাট আইন প্রণয়ন ও ব্যাংক কোম্পানি আইন সংস্কারে সরকারের পদক্ষেপের প্রশংসা করেন।
বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে ঢাকা সফররত প্রতিনিধি দলের প্রধান রড্রিগো কিউবেরো ছিলেন। এতে আইএমএফের স্থানীয় প্রতিনিধি এতেরি কিনত্রাজেও ছিলেন।  
বর্ধিত ঋণ সুবিধার (ইসিএফ) আওতায় বাংলাদেশকে আইএমএফ প্রতিশ্রুত ১০০ কোটি ডলার ঋণের শর্তগুলো সরকার যথাযথভাবে পরিপালন করেছে কি না, তা যাচাইয়ে আইএমএফের এই প্রতিনিধি দল ২২ সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসেন। এটি সংস্থাটির তৃতীয় পর্যালোচনামূলক সফর।


রড্রিগো কিউবেরো বলেন, “আগামী ডিসেম্বরে এ ইসিএফের পরবর্তী কিস্তির ১৪ কোটি ৫ লাখ ডলার ছাড় হবে। আইএমএফের নির্বাহী পর্ষদে এটি পাস হয়েছে। ”
গত বছর এপ্রিলে ইসিএফের আওতায় বাংলাদেশকে ১০০ কোটি ডলার ঋণ অনুমোদন করে সংস্থাটি। এ ঋণের বিপরীতে আর্থিক খাত সংস্কারে একগুচ্ছ শর্তও দেয় আইএমএফ।
সেই শর্তের অংশ হিসেবে সরকার সম্প্রতি ব্যাংক কোম্পানি আইন সংশোধন, নতুন ভ্যাট আইন প্রণয়ন, কাঠামোগত সংস্কার, সরকারি সংস্থাগুলোতে সুশাসন ও অভ্যন্তরীণ নিরীক্ষা জোরদারসহ বিভিন্ন উদ্যোগ নেয়।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রড্রিগো কিউবেরো বলেন, “আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট রাজনৈতিক অস্থিতিশীলতা দেশের অর্থনীতিকে প্রভাবিত করবে। সরবরাহ ও বিনিয়োগ কমে যেতে পারে। এতে চলতি ২০১৩-১৪ অর্থবছরের প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি ৬ শতাংশের নিচে নেমে আসতে পারে। ”
সরকার মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকগুলোকে মূলধন দেয়ার বিষয়ে একমত পোষণ করেছে আইএমএফ। সংস্থাটি বলছে, এই ব্যাংকগুলোর বর্তমান যে আর্থিক পরিস্থিতি এবং সর্বশেষ আইন-কানুন অনুযায়ী তাদেরকে মূলধন যোগানোর বিকল্প নেই।


তবে ব্যাংকগুলোর লোকসানের কারণ কী তা চিহ্নিত করা, খেলাপি ঋণ কমানো, কর্পোরেট সুশাসন নিশ্চিত করা এবং অভ্যন্তরীণ নিরীক্ষা ব্যবস্থা জোরদারের পরামর্শ দিয়েছেন রড্রিগো।
বরাবরের মতোই জ্বালানিতে ভর্তুকি কমানোর পরামর্শ দিয়ে আইএমএফের এই কর্মকর্তা বলেন, ভর্তুকি এমন খাতে দিতে হবে যাতে তা দারিদ্র্য বিমোচনে সহায়তা করে।
“জ্বালানি সেরকম খাত নয়। বরং সামাজিক নিরাপত্তা খাতে ভর্তুকি বাড়ানো যেতে পারে। ”
এই সফরে আইএমএফ প্রতিনিধি দল অর্থমন্ত্রী, অর্থসচিব, ব্যাংকিং বিভাগের সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অন্যান্য কর্মকর্তা, ব্যবসায়ী, শ্রমিক নেতা ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.