ইউরোপ সংস্কারে ব্রিটেনের সঙ্গে একত্রে কাজ করবে জার্মানি। বৃহস্পতিবার ব্রিটেনের পার্লামেন্টে এক ঐতিহাসিক ভাষণে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল এ কথা বলেন। অ্যাঙ্গেলা বলেন, ইউরোপীয় ইউনিয়নে আমি ব্রিটেনের শক্ত অবস্থান দেখতে চাই। তিনি বলেন, ব্রিটেন ও জার্মানি ইউরোপীয় ইউনিয়নে একটি শক্তিশালী এবং প্রতিযোগিতামূলক লক্ষ্য বিনিময় করেছে। অন্যদিকে, ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে ডাউনিং স্ট্রিটে মিটিংয়ে অ্যাঙ্গেলা মেরকেল বলেন, ইউরোপীয় ইউনিয়ন সংস্কারে আমি ব্রিটেনের সঙ্গে কাজ করব।
তবে পরিবর্তন করাটা সহজ নয়। তিনি বলেন, সামগ্রিক সহায়তার অংশ হিসেবে ইউরোপে ভ্রমণ সুবিধা সীমাবদ্ধ করে নতুন আইন প্রণয়ন করবে এই দুটি দেশ। ক্যামেরন বলেন, ইউরোপীয় ইউনিয়নে পরিবর্তন আনা সম্ভব। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ব্রিটেনের চুক্তির পরিবর্তন আনতে আমি আন্তরিক। ক্যামেরন বলেন, ব্রিটেন ইইউতে থাকবে কি-না তা জানতে ২০১৭ সালের ভেতর গণভোটের ব্যবস্থা করা হবে।
ক্যামেরন বলেন, আমি ও মেরকেল ইউরোপে পরিবর্তন দেখতে চাই। বিবিসি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।