প্রযুক্তি সংবাদবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার ম্যানহাটনের ফেডারেল আদালতে ব্ল্যাকবেরি এবং এর দুই পরিচালকের বিরুদ্ধে ব্ল্যাকবেরি ১০ স্মার্টফোন এবং প্রতিষ্ঠানটির আর্থিক অবস্থা নিয়ে মিথ্যা এবং বিভ্রান্তিকর তথ্য সরবরাহের অভিযোগে মামলা করেন মার্ভিন পার্লস্টিন নামের এক অংশীদার।
পার্লস্টিনের অভিযোগ, ২০১২ সালে ব্ল্যাকবেরির সিইও থর্স্টেইন হাইনস এবং সিএফও ব্রায়ান বিডুলকা বিনিয়োগকারীদের প্রতিষ্ঠানটির আর্থিক অবস্থা নিয়ে একাধিকবার মিথ্যা এবং ভুল তথ্য দিয়েছেন। নতুন স্মার্টফোন দিয়ে ব্ল্যাকবেরি ক্রেতা এবং সমালোচক, সর্বোপরি বাজার থেকে ইতিবাচক সাড়া পেয়েছে এবং প্রতিষ্ঠানটি খুব শিগগিরই লাভের মুখ দেখবে এমনটাই দাবি করেছিলেন এই দুই পরিচালক।
উল্লেখ্য, বছরের দ্বিতীয় প্রান্তিকে প্রায় বিলিয়ন ডলার আর্থিক ক্ষতির খবর নিশ্চিত করে সাড়ে চার হাজার কর্মী ছাটাই করছে ব্ল্যাকবেরি। সম্প্রতি ৪৭০ কোটি ডলারের বিনিময়ে একদল বিনিয়োগকারীর কাছে প্রতিষ্ঠানটি বিক্রি করে দেওয়ার ঘোষণাও দিয়েছে ব্ল্যাকবেরি কর্তৃপক্ষ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।