ব্ল্যাকবেরি থেকে ছাঁটাই হওয়া কর্মীদের দিকে হাত বাড়িয়েছে অ্যাপল, গুগল ও ইনটেলের কর্তৃপক্ষ। ব্ল্যাকবেরির অভিজ্ঞ কর্মীদের নিয়োগ দিতে চাইছে অনেক প্রতিষ্ঠান। এক খবরে জানিয়েছে সিএনএন।
বিশ্বের একসময়ের জনপ্রিয় মুঠোফোন নির্মাতা ব্ল্যাকবেরির এখন দুর্দিন চলছে। লোকসান, কর্মী ছাঁটাইসহ বাজারে পিছিয়ে গিয়ে এখন বিপাকে প্রতিষ্ঠানটি।
বিশ্বব্যাপী সাড়ে চার হাজার কর্মীকে ছাঁটাই করার পরিকল্পনার কথা জানিয়েছে কানাডার স্মার্টফোন নির্মাতাপ্রতিষ্ঠান ব্ল্যাকবেরি।
ব্ল্যাকবেরির অভিজ্ঞ কর্মীদের নিয়োগ দিতে এর মধ্যে প্রক্রিয়া শুরু করেছে অ্যাপল ও ইনটেল।
এর আগে চলতি বছরের সেপ্টেম্বর মাসে ব্ল্যাকবেরির কর্তৃপক্ষ জানিয়েছিল, প্রতিষ্ঠান পরিচালনার খরচ কমাতে এবং নতুন পরিকল্পনা সাজাতে ৪০ শতাংশ কর্মীকে ছাঁটাই করা হবে। এর মধ্যে কিছু কর্মীকে ছাঁটাইয়ের নোটিশ দিয়েছে ব্ল্যাকবেরি।
উল্লেখ্য, ছাঁটাইয়ের আগে ব্ল্যাকবেরির কর্মীর সংখ্যা ছিল ১২ হাজার ৭০০।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।