পৃথক প্রতিবেদনে স্কাই নিউজ ও হাফিংটন পোস্ট জানিয়েছে, ক্রমাগত দরপতনের কারণে প্রতিটি শেয়ার মাত্র নয় ডলারে কেনার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ফেয়ারফ্যাক্স।
১৯৯৯ সালে যাত্রা শুরু করা ব্ল্যাকবেরি স্মার্টফোনে ‘কোয়ার্টি’ কিবোর্ড সংযুক্ত করার মাধ্যমে সাফল্য পায়। এরপর ২০০৭ সালে স্মার্টফোনের বাজারে আসে অ্যাপল। ইলেক্ট্রনিক্স পণ্য নির্মাতা স্যামসাংও আনে আধুনিক প্রযুক্তির স্মার্টফোন। এতে বাজারে জনপ্রিয়তা কমতে থাকে ব্ল্যাকবেরির।
প্রতিযোগিতার এ বাজারে টিকে থাকতে ২০১৩ সালে নিজস্ব অপারেটিং সিস্টেমের দুটি স্মার্টফোন ব্ল্যাকবেরি ১০ ও জি১০ স্মার্টফোন বাজারে নিয়ে আসে প্রতিষ্ঠানটি। এতেও প্রত্যাশিত সাড়া না পেয়ে পরিচালনা ব্যয় কমাতে সাড়ে চার হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে ব্ল্যাকবেরি।
এবার শেয়ারবাজার থেকে ব্ল্যাকবেরির শেয়ার কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছে ফেয়ারফ্যাক্স। ৪০০ কোটি ৭০ লাখ ডলারে ব্ল্যাকবেরির শেয়ার কিনে নিচ্ছে মার্কিন এই প্রতিষ্ঠান।
২০০৮ সালের জুনে পাবলিক মার্কেটে ব্ল্যাকবেরির মূল্য ছিল ৮ হাজার ৩০০ কোটি ডলার।
২০১৩ সালে তা দাঁড়িয়েছে ৪০০ কোটি ৭০ লাখ ডলারে। এছাড়া ১৪০ ডলারের প্রতিটি শেয়ারের দর এখন মাত্র নয় ডলার বা তারও কম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।