আমাদের কথা খুঁজে নিন

   

কারা কারা প্রেমিকারে বউ বানাইছেন ?

গতকাল আমার জন্মদিন গেলো। প্রতি বছরের ন্যায় এবারও ভাবছিলাম আামার বউ ১২ তারিখ রাতে একটা চুমা দিয়া উইশ করবে। কিন্তু গতকাল হতে এই পর্যন্ত কিছুই হয় নাই অথচ এই মাইয়ারে পাইতে দুনিয়া একসাত করছি। এরকম গভীর প্রেম কাহিনী মনে হয় আর নাই। বিয়ার আগে দুনিয়ার সব দিবসে উইশ করতো আর আমার ভূলে যাওয়া নিয়ে রাগারাগি করতো।

প্রেমিকা থেইকা যখন তারে বউ বানাইলাম হেরপর থেইকা সে পুরাপুরি বউ হইয়া গেলো। তার মিষ্টি হাসি কোথায় মিলাইয়া গেলো। । প্রতি নিয়ত আলু পটল নিয়া তার মহা টেনশন। সংসার নিয়া তার বহুত পরিকল্পনা।

জানতাম বিয়ার পর পুলারা চেইন্জ হয় আমার কি উল্টা হলো? এমনিতে ২০১৩ নাকি আনলাকি বছর তার উপর আমার জন্মদিন ১৩ তারিখ , আমার বেডলাক মনে হয় শুরু হইছে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.