মঙ্গলবার নতুন এই সেবা চালুর পর গ্রামীণফোনের সিএমও অ্যালান বনকে বলেন, “গ্রাহকরা গ্রামীণফোনের কাছে যেমনটি আশা করে সেই সেরা নেটওয়ার্ক এবং প্রতিযোগিতামূলক মূল্যে সেবা আমরা তাদের দেব। আজ থেকে আমার গ্রাহকের চাহিদা, সামর্থ্য এবং ব্যবহৃত ডিভাইসের ভিত্তিতে তিনটি প্যাকেজ চালু করছি। ”
আগামী বছরের মার্চের মধ্যে দেশের সবগুলো জেলা শহরে থ্রিজি সেব পৌঁছে দেয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
থ্রিজির আওতায় থাকা এলাকার গ্রাহকরা গ্রামীণফোনের থ্রিজি প্যাকেজ ব্যবহার করতে পারবেন। দুটি গতি স্তরের ভিত্তিতে এই প্যাকেজগুলো নির্ধারণ করা হয়েছে।
৫১২ কেবি/সে গতির অধীনে ২জিবি মাসিক প্যাকেজের দাম হবে ৪০০ টাকা (ভ্যাট প্রযোজ্য)।
স্মার্ট ফোন ব্যবহারকারীদের জন্য আছে ৮০০ টাকায় স্মার্ট প্ল্যান, যাতে থাকবে আনলিমিটেড ডাটা (১.৫ জিবির পর ফেয়ার ইউজেস পলিসি), ভয়েস কল, এসএমএস এবং এমএমএস। যারা বেশি ইন্টারনেট ব্যবহার করেন তাদের জন্য আছে আনলিমিটেড মাসিক প্যাকেজ (৮জিবির পর ফেয়ার ইউসেজ পলিসি) ৯৫০ টাকায় (ভ্যাট প্রযোজ্য)।
১ এমবি/সে গতির অধীনে ২ জিবি মাসিক প্যাকেজের দাম হবে ৭০০ টাকা (ভ্যাট প্রযোজ্য)।
স্মার্ট ফোন ব্যবহারকারীদের জন্য আছে ১১০০ টাকায় স্মার্ট প্ল্যান, যাতে থাকবে আনলিমিটেড ডাটা (১.৫ জিবির পর ফেয়ার ইউজেস পলিসি), ভয়েস কল, এসএমএস এবং এমএমএস।
যারা বেশি ইন্টারনেট ব্যবহার করেন তাদের জন্য্ আছে আনলিমিটেড মাসিক প্যাকেজ (৮জিবির পর ফেয়ার ইউসেজ পলিসি) ১২৫০ টাকায় (ভ্যাট প্রযোজ্য)।
গ্রামীণফোনের থ্রিজি সক্ষম নম্বরে ভিডিও কল করতে খরচ হবে প্রতি মিনিট ১ দশমিক ২০ টাকা (১০ সেকেন্ড পালস)। ভবিষ্যতে অন্যান্য অপারেটরেও ভিডিও কল করা যাবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।