যাদের বাজেট কম, তবুও পাওয়ারফুল স্মার্টফোনের শখ, বড় আকারের গেম খেলতে চান, তাদের জন্য এই টিউনটি খুবই কাজে দেবে। মোটামুটি ১২০০০ থেকে ১৭০০০ টাকার মধ্যে আপনি বেশ কয়েকটি ভালো মানের পাওয়ারফুল স্মার্টফোন হাতে পাবেন, যা আপনার হাইএন্ড স্মার্টফোনের সাধ মেটাবে ভালোভাবেই।
Symphony এর W92, W125, W140, W150,
Walton এর G3, H1, H2, N1, R2, X1
এই স্মার্টফোন গুলোর দাম 11490 টাকা থেকে 16990 টাকার মধ্যে। এখন কোন স্মার্টফোনটি আপনি কিনবেন? সিদ্ধান্ত নেয়াটা কঠিন।
আসুন সহজ করে দেই, নিচের তুলনা মূলক বিশ্লেষন দেখুন।
WALTON
উপরের টেবিল চার্টটি একটু শংক্ষিপ্ত করে দেখি।
উপরের এতো কাছাকাছি তথ্য থেকে এটা সিদ্ধান্ত নেয়া কঠিন, আপনি কোনটি কিনবেন। দেখা যাক আর এমন কি আছে যা দ্বারা সিদ্ধান্ত নেয়া আর একটু সহজ হয়। আমি এখন আপনাদের কে দেখাব কোন স্মার্টফোন গুলোতে স্ক্রীনে Damage Resistant Glass আছে, যা আপনার স্মার্টফোনের স্ক্রিনকে আঘাত ও ঘর্ষন জনিত কারনে দাগ পরা থেকে সুরক্ষিত রাখবে , যে গ্লাসকে আমরা অনেকেই Corning Gorilla Glass নামে চিনি। আমি আরোও দেখাব কোন স্মার্টফোন এর ক্যামেরার জন্য বিশেষ একটি সেন্সর আছে, যেটি BSI সেন্সর নামে পরিচিত, এটি ক্যামেরা প্রেমীদের কাজে লাগবে।
যা ক্যামেরা প্রেমীদের অল্প আলোতেও নিখুত ছবি তুলতে সাহায্য করবে।
Gorilla Glass এবং BSI আছে কিনা
W92
W125
W140
W150
নাই
নাই
শুধু BSI আছে
নাই
Gorilla Glass এবং BSI আছে কিনা
দাম এবং সমস্ত ফিচার বিবেচনা করলে এখানে R2 সেরা।
এবার আপনি সিদ্ধান্ত নিয়ে নিন আপনার বাজেটের মধ্যে কোয়াড কোর বিশিষ্ট কোন স্মার্টফোন কিনবেন? এখানে সবগুলো স্মার্টফোন এর সার্ভিস ভালো, নির্ভাবনায় যে কোনটি নিতে পারেন আপনার পছন্দ মত।
এবার শুরু করুন এভাবে।
১. বাজেট নির্ধারন করুন।
২. আপনার বাজেটের মধ্যে সব গুলো স্মার্টফোন দেখুন, এবং আপনার রুচি অনুযায়ী মডেল এবং স্ক্রীনের আকার পছন্দ করুন।
৩. বাজেট ভালো হলে Corning Gorilla Glass এবং BSI sensor সহ কেনার চেষ্টা করুন।
আমার পরামর্শঃ
1. ভালো ক্যামেরা যদি চান তাহলে কিনবেন X1, R2, W140
2. দেখতে সুন্দর যদি চান, তাহলে ছেলেদের জন্য X1 আর মেয়েদের জন্য কিউট, স্লিম, আবেদনময়ী W150
3. Strong ফোন যদি চান, তাহলে নিন R2, G3
4. বড় স্ক্রীনের যদি চান তাহলে নিন N1
আজ এটুকুই, ভালো থাকুন। কিছু জানার থাকলে কমেন্টে লিখুন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।