আমাদের কথা খুঁজে নিন

   

বিএনপি ক্ষমতায় এলে দেয় লাশ: হাসিনা

আগামী সংসদ নির্বাচনের কয়েক মাস আগে মঙ্গলবার ঝিনাইদহে কয়েকটি প্রকল্প উদ্বোধন এবং কয়েকটির ভিত্তিস্থাপনের পর এক জনসভায় আওয়ামী লীগ সভানেত্রী এই আহ্বান জানান।
শেখ হাসিনা বলেন, “বিএনপি ক্ষমতায় আসা মানে অত্যাচার, নির্যাতন, মানুষের অশান্তি। বিএনপি ক্ষমতায় আসা মানে লুটপাট।
“আর বিএনপি ক্ষমতায় এলে দেয় লাশ। হত্যা ও খুনের রাজনীতির মধ্য দিয়ে বিএনপির জন্ম হয়েছিল।

তারা  সন্ত্রাস, দুর্নীতি আর দুঃশাসন ছাড়া  মানুষকে  কিছুই দিতে পারে না। ”
এর বিপরীতে আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের মানুষের ভাগ্যেন্নয়ন ঘটে দাবি করে তিনি বলেন, “তাই শান্তি, উন্নয়ন ও অগ্রগতির ধারাবাহিকতা রাখতে আগামী নির্বাচনে আবারো নৌকা মার্কায় ভোট চাই। ”
দীর্ঘদিন পর ২০০৮ সালে ঝিনাইদহের চারটি আসনে আওয়ামী লীগ প্রার্থীদের বিজয়ী করায় জেলাবাসীকে অভিনন্দন জানান শেখ হাসিনা।
“এক সময় ঝিনাইদহ সন্ত্রাসের  জনপদ ছিল। আমরা ১৯৯৬ সালে ক্ষমতায় এসে সন্ত্রাসমুক্ত করেছিলাম।

২০০১ সালে বিএনপি ক্ষমতায় যাওয়ার পর আবার সেই রক্তাক্ত জনপদ ফিরে আসে। ”
হেফাজতে ইসলামের সাম্প্রতিক তৎপরতা তুলে ধরে শেখ হাসিনা বলেন, “বিএনপি ও জামায়াতের ক্যাডাররা কোরআন  শরিফ পুড়িয়ে ইসলাম অবমাননা করেছে। এটা কোন ধরনের ইসলামের হেফাজত। আসলে এদের কাছে ধর্মকর্ম বলতে কিছু নেই। ”
গত সাড়ে চার বছরে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে  ইউনিয়ন পর্যায় পর্যন্ত ইন্টারনেট সেবা পৌঁছে দেয়া হয়েছে।

৯০ লাখ বেকার যুবককে চাকরি দেয়া হয়েছে।
“আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়। শুধু খাদ্য শস্য নয়, তরি-তরকারি ও মাছের উৎপাদন বেড়েছে। ”
বিনামূল্য  ছাত্রছাত্রীদের হাতে ১ কোটি ১৯ লাখ বই তুলে দেয়া এবং সাড়ে ১৫ হাজার কমিউনিটি ক্লিনিক স্থাপনের কথাও তুলে ধরেন তিনি।
“আওয়ামী লীগকে আপনারা ভোট দিয়েছেন।

আমরা আপনাদের সেবা করেছি। ”
বিকালে ঝিনাইদহ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভার আগে ওই স্থানে বসে ১২টি প্রতিষ্ঠান উদ্বোধন ও চারটির ভিত্তিস্থাপন করেন প্রধানমন্ত্রী।
ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন, সরকারি ভেটেরিনারি কলেজ, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং ইনস্টিটিউট, ওরাল স্যালাইন ফ্যাক্টরি, শিশু একাডেমি কমপ্লেক্স, সরকারি কেসি কলেজের নবনির্মিত চারতলা ভবন, ঝিনাইদহ পৌরসভার সম্প্রসারিত ভবন ও পোস্ট অফিস ভবন উদ্বোধন হয়।
ঝিনাইদহ সরকারি কেসি কলেজের নতুন একাডেমিক ভবন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, শৈলকূপা বঙ্গবন্ধু মেমোরিয়াল কলেজ ও ঝিনাইদহ ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালটি ২৫০ শয্যায় উন্নীতকরণ প্রকল্পের ভিত্তিস্থাপন হয় এদিন।
জনসভার আগে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড সংলগ্ন গোল চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ‘প্রেরণা ৭১’ উদ্বোধন করেন শেখ হাসিনা।


জেলা আওয়ামী লীগের সভাপতি মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আব্দুল হাইয়ের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, শফিকুল ইসলাম এমপি, আব্দুল মান্নান এমপি, শফিকুল আজম খান এমপি প্রমুখ।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.