দেশের মাটিতে নিউজিল্যাণ্ডকে বধ করতে বদ্ধপরিকর বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিম। বললেন, সাম্প্রতিক সময়ে আমরা ভালো খেলেছি কিন্তু জয়ের কাছাকাছি গিয়েও হারতে হয়েছে। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চাই। আর এজন্য ২০১০ সালের ঘটণাই প্রেরণা হিসেবে কাজ করবে। মঙ্গলবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেষ্টের আগের দিন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এমন দৃঢ় প্রত্যয়ই ব্যক্ত করলেন বাংলাদেশ দলের এই অধিনায়ক।
মুশিফক বলেন, ২০১০ সালের সিরিজ জয়ে আমরা অনুপ্রাণিত। সে অনুপ্রেরণায় এবার দলের সবাই নিজেদের সেরাটা খেললে ফলাফল আমাদের পক্ষেই আসবে। আমিও সেটাই চেষ্টা করবো।
২০১০ সালে ঘরের মাঠে নিউজিল্যান্ড দলকে কাবু করতে সাকিবের নৈপুন্যের কথা উল্লেখ করে বাংলাদেশ দলের অধিনায়ক বলেন, সাকিবের মতো বিশ্বমানের খেলোয়াড়কে দলে পেয়ে আমি গর্বিত।
আশা করছি সে তিন বছরের আগের মতো নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেকে মেলে ধরবে।
বৃষ্টির কারণে প্রস্তুতি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় কিছুটা হতাশ মুশফিকুর রহিম বলেন, প্রস্তুতি ম্যাচ খেলতে না পারায় আমাদের চেয়ে নিউজিল্যান্ড দলের সমস্যা হবে বেশি। নতুন উইকেটে কোন সমস্যা হবে না বলেও জানান বাংলাদেশ দলে টেস্টে একমাত্র ডাবল সেঞ্চুরিয়ান খেলোয়াড় মুশফিকুর রহিম।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।