আমাদের কথা খুঁজে নিন

   

জিপি থ্রিজিঃ ১১৫০ টাকার প্যাকেজে ‘ফেয়ার ইউজেস পলিসি’ শুরু হবে মাত্র ১.৫ জিবি ডাটা ইউজের পর থেকেই.. শুনে হাসবো না কাঁদবো, বুঝতে পারছিনা

নীরবতার নীল যন্ত্রনা শেষে অকস্মাৎ মুখর একজন

অনেক ঢাক ঢোল পেটানোর পর গতকালের সংবাদপত্রগুলোতে প্রথমবারের মতো গ্রামীণফোন তার থিজি ড্যাটা প্যাকেজ সমূহের মূল্য ঘোষণা করেছে। সকল প্যাকেজের মূল্য, শর্ত ও বিবরণ পড়ে আমি বুঝতে পারছিনা- হাসবো না কাঁদবো ! ...... যেমন- ১ এমবিপিএস স্পীডের মাসিক ১১৫০ টাকার ‘স্মার্ট প্যাক’ যেটিকে তারা অভিহিত করেছে ‍’অবিরাম ইন্টারনেট’ হিসেবে, তার ব্যবহারের শর্ত লিখতে গিয়ে তারা লিখেছে, ১১৫০ টাকার ঐ ‍’অবিরাম ইন্টারনেট’ প্যাকেজটিতে ‘ফেয়ার ইউজেস পলিসি’ শুরু হবে মাত্র ১.৫ জিবি ডাটা ইউজের পর থেকেই....। শুনে ‘থ’ হয়ে গেলাম। সবসময় দেখে এসেছি ‘ফেয়ার ইউজেস পলিসি’ শুরু হয় খুব বেশী পরিমাণ ডাটা তথা ২০ বা ২৫ জিবি ডাটা ইউজের পর থেকে...। কিন্তু মাত্র ১.৫ জিবি ডাটা ইউজের পর থেকেই.... ‘ফেয়ার ইউজেস পলিসি’ শুরু হওয়ার ঘটনা এই প্রথম শুনলাম।

.... গ্রামীণফোন মাত্র ৫১২ কেবিপিএস –স্পীড এর কানেকশানকে ‘স্ট্যান্ডার্ড’ প্যাকেজ হিসাবে নামকরণ করেছে। এটাও খুব হাসির উদ্রেক করেছে। থ্রি জি কানেকশানের জন্য দীর্ঘকাল ধরে অপেক্ষারত গ্রাহকরা অনেকেই জানেন থ্রি জি কানেকশানের সর্বোচ্চ স্পীড ২১ এমবিপিএস পর্যন্ত হতে পারে। ..... যেখানে টেলিটক-এর মতো ঢিলেঢালা প্রতিষ্ঠানও ৪ এমবিপিএস-স্পীড এর থ্রিজি প্যাকেজ বহাল করেছে, সেখানে গ্রামীনফোন সর্বোচ্চ মাত্র ১ এমবিপিএস-স্পীডের থ্রিজি প্যাকেজ বহাল করেছে। তারা এমনকি ২ এমবিপিএস-স্পীডেরও কোন প্যাকেজ ঘোষণা করতে ব্যর্থ হয়েছে.....।

কী আশ্চর্য্য ! গ্রামীনফোন কী করে ভাবলো যে, থ্রি জি কানেকশানের জন্য দীর্ঘকাল ধরে অপেক্ষারত গ্রাহকরা মাত্র ৫১২ কেবিপিএস –স্পীড এর কানেকশান পেয়েই সন্তুষ্ট হয়ে যাবেন? বার বার প্রচুর বিজ্ঞাপন দিয়ে থ্রিজি কেন্দ্রিক যতো স্বপ্ন গ্রাহকের মনে গেঁথে দেয়া হয়েছে, তা কি ৫১২ কেবিপিএস –স্পীড এর কানেকশান দিয়ে মেটানো যাবে? আমি মনে করি মাসিক ৪০০ টাকায় ৫১২ কেবিপিএস –স্পীড এর ২ জিবি ডাটা ভলিউমের যে প্যাকেজটি তারা ঘোষণা করেছে, সেই প্যাকেজটিই ন্যূনতম ১ এমবিপিএস স্পীড এর হওয়া উচিত ছিলো। যেখানে ‘‍‌‌কিউবি’ এবং ‘টেলিটক’ উভয়েই সর্বোচ্চ ৪ এমবিপিএস স্পীড-এর প্যাকেজও ঘোষণা করেছে, সেখানে গ্রামীণফোন-এর মতো প্রতিষ্ঠানের মাত্র ১ এমবিপিএস- সর্বোচ্চ স্পীড এর প্যাকেজ ঘোষণার বিষয়টি খুবই হতাশাব্যঞ্জক !!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।