ছোটবেলা থেকেই আমি প্রায় প্রতি ক্ষেত্রেই কোন অনুপ্রেরনা খুঁজে পাই . ঠিক তেমনি টিভিতে দেখা কার্টুনদের থেকেও আমা নানা জীবনমুখী শিক্ষা পাই যা আজও আমার লাইফকে প্রভাবিত করে Scooby Doo : আমাকে শিখিয়েছে কিভাবে চরম বিপদের মাঝেও মানা স্থির রাখতে হয় Courage The Cowardly Dog : আমায় শিখিয়েছে কিভাবে নিজের অন্তরের সকল ভয়কে জয় করতে হয় Tom & Jerry : আমায় শিখিয়েছে কিভাবে তীব্র দুঃসময় চির শত্রুও আপন বন্ধু হয়ে যায় Aladin : আমাকে শিখিয়েছে যে কোনো কিছুই অসম্ভব নয় Micky Mouse : আমাকে একজন ভালো আদর্শবান মানুষ হতে শিখিয়েছে Richy Rich : আমাকে শিখিয়েছে যে বিরাট কোটিপতি হয়েও আমাদের অন্তরে এক ফোঁটা অহংকর থাকা উচিত নয় Dexter :: আমাকে শিখিয়েছে কিভাবে সায়েন্সকে ইন্টারেসটিং করা যায় Johny Bravo : আমায় শিখিয়েছে যে কোনো কাজে প্রথম চেষ্টায় ব্যর্থ হয়ে আমরা যেন যেন হাল ছেড়ে না দিয়ে আমাদের কন্টিনিউয়াস প্রচেষ্টা অব্যহত রাখতে হবে Popiye : আমে শিখিয়েছে যে আমাদের শরীরে জন্য শাকসবজি কতটা গুরুত্বপূর্ণ Power Puff Girls : আমাকে শিখিয়েছে যে পরিবার , সমাজ , দেশ সর্বোপরি মানবতর নিজের জীবন বাজি রেখে আমদের সর্বস্ব ত্যাগ করতে হবে অন্য সকলের কাছে তার স্রেফ কার্টুন হলেও আমার কাছে তারা ছিল শিক্ষক........... ⓔHasin Sebastain Rivuⓝ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।