আমাদের কথা খুঁজে নিন

   

হিমায়িত চিংড়ি রপ্তানির জন্য নগদ সহায়তা বাড়লো

বৃহস্পতিবার এক প্রজ্ঞাপন জারি করে করে বাণিজ্যিক ব্যাংকগুলোকে সরকারের এ সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, “সরকারি সিদ্ধান্ত মোতাবেক চলতি ২০১৩-১৪ অর্থবছরে হিমায়িত চিংড়ি রপ্তানি খাতে নগদ সহায়তা বর্তমান ৭ দশমিক ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ নির্ধারণ করা হলো।”
রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্যমতে, ২০১২-১৩ অর্থবছরে ৪৫ কোটি ৪৯ লাখ ৩০ হাজার ডলারের চিংড়ি রপ্তানি হয়। আর চলতি অর্থবছরে ৪৭ কোটি ৭৬ লাখ ৮০ ডলারের চিংড়ি রপ্তানির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
ইতিমধ্যে অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) লক্ষ্যমাত্রার বেশি রপ্তানি হয়েছে। এসময়ে ১১ কোটি ৪০ লাখ ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রার বিপরীতে ১৭ কোটি ৪০ লাখ ৫০ হাজার ডলারের চিংড়ি রপ্তানি হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা বলছেন, বৈশ্বিক মন্দার কারণে উন্নত দেশগুলোতে চিংড়ির চাহিদা ও দাম কমে যাওয়ায় চিংড়ি রপ্তানিকারক ও চাষীরা নায্য দাম পাচ্ছে না।
একারণে চাষীদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার নগদ সহায়তা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে বলে তারা জানান।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।