আমাদের কথা খুঁজে নিন

   

বিয়ে করতে বিলম্ব ডিম্বাণু হিমায়িত করছেন যুবতীরা



ইউরোপের ত্রিশোর্ধ্ব নারীদের মধ্যে ডিম্বাণু সংরক্ষণ করার প্রবণতা বাড়ছে। পর্যাপ্ত সময় নিয়ে উপযুক্ত সঙ্গী নির্বাচন করতেই কর্মব্যস্ত নারীরা এ প্রবণতা দেখাচ্ছেন। প্রজনন উর্বরতা বিষয়ক এক সেমিনারে গবেষকরা এ তথ্য তুলে ধরেন। পড়াশোনা, ক্যারিয়ার ও আর্থিক সমস্যাসহ নানা কারণে সংসার শুরু বা বাচ্চা নিতে দেরি করতে চান নারীরা। এদিকে ৩০ বছর থেকেই নারীদের উর্বরা শক্তি কমতে শুরু করে।

চল্লিশের দিকে যাতে বন্ধ্যত্বের শিকার হতে না হয় এ জন্য গ্যারান্টি হিসেবেই তারা ডিম্বাণু সংরক্ষণ করছেন। তবে এ প্রক্রিয়া অবলম্বন করার আগে নারীদের অনেক সতর্ক হতে হবে বলে জানিয়েছেন গবেষকরা। কেননা, সময়মতো ডিম্বাণু সংরক্ষণ না করলে সে ডিম্বাণু থেকে সফলতা পাবার সম্ভাবনা কমে যায়। বেলজিয়ামের একটি ক্লিনিকে ১৫ জন নারীর উপর এ বিষয়ে একটি জরিপ চালায় গবেষকরা। ওই জরিপে অংশ নেয়া অর্ধেক নারীই জানান, চল্লিশের আগেই সংসার শুরুর জন্য উপযুক্ত সঙ্গী খুঁজে নিতে হবে- এমন চাপ থেকে মুক্ত থাকতেই তারা ডিম্বাণু সংরক্ষণ করছেন।

অনেকে বন্ধ্যত্বের বিরুদ্ধে বীমা হিসেবেও এ কাজ করছেন। বিবিসি জানিয়েছে, ইউরোপিয়ান সোসাইটি অব হিউম্যান রিপ্রডাকশন অ্যান্ড অ্যাম্ব্রায়োলজি কনফারেন্সে বেলজিয়াম ও যুক্তরাজ্যে এ বিষয়ে পরিচালিত দু’টি গবেষণার তথ্য তুলে ধরা হয়। বেলজিয়ামের গবেষক ড. জুলি নেকব্রোয়েক জানান, তার পরিচালিত গবেষণার ২৭ শতাংশ নারীই বাচ্চা নেয়ার আগে পারস্পরিক সম্পর্কে আরও গাঢ় করে নিতে চান। এ কারণে ডিম্বাণু সংরক্ষণের দিকে আগ্রহ তাদের। যুক্তরাজ্যে চিকিৎসাশাস্ত্রে পড়ুয়া প্রায় ২০০ নারী শিক্ষার্থীর ওপর জরিপ চালায় ইনফার্টিলিটি নেটওয়ার্ক ইউকে।

এর গবেষক ক্লেয়ার লেউইস-জোন্স জানান, প্রতি ১০ জনের মধ্যে ৮ জন শিক্ষার্থীই সংসার দেরিতে শুরু করার জন্য ডিম্বাণু সংরক্ষণ করছেন। প্রতিবার ডিম্বাণু সংরক্ষণ করতে খরচ হয় প্রায় ৩ হাজার পাউন্ড। তরুণ বয়সের সতেজ ও সুস্থ ডিম্বাণু সংরক্ষণ করলে সাফল্যের সম্ভাবনা বেশি থাকে। কিন্তু ৩০ থেকে ৪০ বছরের মধ্যকার নারীরা ‘শেষ সম্বল’ হিসেবে সংরক্ষণ করছেন। গবেষকরা বলছেন এ বয়সের সংরক্ষিত ডিম্বাণু ততটা কার্যকর নাও হতে পারে।

গবেষকদের মতে, ডিম্বাণু সংরক্ষণ করে ধীরে সুস্থে উপযুক্ত সঙ্গী বাছাই করলেও বিপত্তি থেকে যেতে পারে, কেননা উর্বরতার ক্ষেত্রে বয়স নারীর মতো পুরুষের উপরও প্রভাব ফেলে। ফলে ডিম্বাণু সংরক্ষণ করে নিশ্চিন্ত হবার আগে আরও সতর্ক হতে হবে নারীদের। সুত্র: মানব জমিন ডেস্ক

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.